দেশের প্রখ্যাত সাংবাদিক প্রণয় রায় বললেন পিছিয়ে অন্য শহর, কলকাতাই এখন দেশের ‘ডায়নামিক’ সিটি

‘ডেস্টিনেশন বেঙ্গল’ আগেই বলেছেন দেশের সেরা শিল্পপতিরা। এবার ‘দেশের সেরা গন্তব্য হয়ে উঠছে কলকাতা’ বললেন দেশের প্রখ্যাত সাংবাদিক প্রণয় রায়।

Must read

প্রতিবেদন : ‘ডেস্টিনেশন বেঙ্গল’ আগেই বলেছেন দেশের সেরা শিল্পপতিরা। এবার ‘দেশের সেরা গন্তব্য হয়ে উঠছে কলকাতা’ বললেন দেশের প্রখ্যাত সাংবাদিক প্রণয় রায়। যে-শহরকে সিটি অফ জয় বলা হয় সেই প্রাণের শহর কলকাতা সম্পর্কে প্রখ্যাত এই সাংবাদিক তাঁর এক্স হ্যান্ডেলে একের পর এক বাছাই করা বিশেষণ দিয়ে উচ্ছ্বসিত প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।

আরও পড়ুন-দিনের কবিতা

প্রণয় লিখেছেন, ক্রমশ বিশ্বের সেরা গন্তব্য হয়ে উঠছে কলকাতা। অন্য যেকোনও শহরের থেকেও কলকাতা অনেক বেশি প্রাণবন্ত, উচ্ছল, ডায়নামিক। যত দেখছি, মুগ্ধ হচ্ছি। দ্রুত আরও বেশি কলকাতা বেড়ে উঠছে। তাঁর সংযোজন, গত পাঁচদিন কলকাতাতে কাটিয়েছি, যত দেখছি তত বুঝতে পারছি এই শহরটা এনার্জি ও আধুনিকতায় ভরপুর হয়ে উঠেছে। বিদেশ-সহ দেশের সমস্ত শহরে কাটিয়েছি কিন্তু একটা কথা বলতেই হচ্ছে, কলকাতা বদলে গেছে। উন্নয়নের নিরিখে, আধুনিকতার নিরিখে কলকাতা দ্রুত বদলাচ্ছে। প্রণয় রায়ের মতো প্রখ্যাত সাংবাদিকের শহর কলকাতা সম্পর্কে এই উচ্ছ্বসিত প্রশংসা নিশ্চিতভাবে কলকাতা তথা বাংলার মান বাড়াল। বিরোধীদের মুখে ঝামা ঘষে দিল প্রখ্যাত সাংবাদিকের এই মন্তব্য। প্রকারান্তরে বুঝিয়ে দিলেন, প্রধানমন্ত্রীর মার্কেটিংয়ের থেকেও আসলে অনেক ভাল কাজ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এই জায়গায় আসতে পেরেছে কলকাতা। শিল্প থেকে সংস্কৃতি, পরিবেশ থেকে পরিকাঠামো, ঝাঁ-চকচকে রাস্তা থেকে আধুনিক মন ও মানসিকতায় এগিয়ে কলকাতা। এগিয়ে বাংলা।

আরও পড়ুন-বাজল মেলার ঘণ্টা

রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে যারা বাংলা থেকে নির্বাচিত হয়ে বাংলার মানুষকে ভাতে মারতে কেন্দ্রের টাকা বন্ধের সুপারিশ করে, তারা কি আদৌ বাংলার মানুষের ভাল চায়? বাংলার ভাল চায়? যদি চাইত তবে বঙ্গ-বিজেপি কোনওদিন এই আত্মঘাতী পথে হাঁটত না। কথায় আছে আত্মঘাতী বাঙালি। আসলে সময়ের ফেরে পাল্টে হয়েছে আত্মঘাতী বিজেপি। বাম জমানার বন্ধ্যা বাংলা-কলকাতাকে বদলে দিয়েছেন নয়া রূপকার মমতা বন্দ্যোপাধ্যায়।

Latest article