করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর এবার বেজিং ও সাংহাইয়ে (Beijing and Shanghai) খুলছে সমস্ত স্কুল (Reopen Schools)। শনিবার জিনপিং সরকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, করোনা পরিস্থিতির প্রভূত উন্নতি হওয়ায় আর অনলাইন নয়, এবার পঠন-পাঠন শুরু হবে অফলাইনে। প্রাক প্রাথমিক, প্রাথমিক ও সেকেন্ডারি স্কুলে এবার অফলাইনে ২৭ জুন থেকে পঠন-পাঠন শুরু হবে। অর্থাৎ পড়ুয়াদের আগের মতোই স্কুলে আসতে হবে। তবে ক্লাস শুরু হলেও সকলকে করোনা বিধি-নিষেধ মেনে চলতে বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রত্যেক ছাত্র-ছাত্রীকে দূরত্ব বিধি মানতে হবে। মাস্ক পরতে হবে। প্রাক প্রাথমিক স্কুল খুলবে ৪ জুলাই থেকে। বেজিংয়ের (Beijing and Shanghai) স্থানীয় প্রশাসন জানিয়েছে, ২৭ জুন থেকেই খেলোয়াড়রা আগের মতোই অনুশীলন করতে পারবেন। তবে যে সমস্ত জায়গায় শেষ ৭ দিনে সংক্রমণের কোনও খবর নেই সেখানেই অনুশীলন করা যাবে।
আরও পড়ুন:নারীদের সংবিধান প্রদত্ত অধিকার কেড়ে নেওয়া হল, মন্তব্য বাইডেনের