বঙ্গ

যাদবপুরে বারবার পড়ুয়ার মৃত্যু, উদাসীন কর্তৃপক্ষ, প্রতিবাদে টিএমসিপি

প্রতিবেদন : মাত্র ২ বছর আগেই এক মায়ের কোল খালি হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভয়ঙ্কর রাগিং-এর কারণে। এবার ফের আরেক মায়ের কোল খালি হল— তবে অন্যভাবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের পড়ুয়া অনামিকা মণ্ডলকে বৃহস্পতিবার গভীর রাতে ক্যাম্পাসের ভিতরেই পুকুরে পড়ে থাকতে দেখা যায়। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। পরিস্থিতি নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। মৃত্যু কীভাবে তা ময়নাতদন্তের পর স্পষ্ট হবে। কিন্তু এই ঘটনার মধ্য দিয়ে ফের একবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরকার নিরাপত্তা এবং অরাজকতার ছবিটা সামনে চলে এসেছে। এক শ্রেণির রাজনৈতিক ছাত্র সংগঠন তারা কোনও অবস্থাতেই সেখানে সম্পূর্ণভাবে সিসিটিভি লাগাতে দিতে চায় না। কিন্তু কেন? এই প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। যুব নেতা সুদীপ রাহা স্পষ্ট করে জানিয়েছেন, অবিলম্বে যাদবপুরে সমস্ত জায়গায় সিসিটিভি লাগাতে হবে। স্থায়ী উপাচার্য নিয়োগ করতে হবে। এবং কারা কীসের স্বার্থে যাদবপুরের সব জায়গায় সিসিটিভি লাগাতে দিচ্ছে না— এই বিষয়টাকে তদন্তের আওতায় আনতে হবে। সুদীপ সোশ্যাল মিডিয়ায় তাঁর বক্তব্য রেখে বলেছেন, দু’বছর আগের ঘটনার পর আমরা আদালতে গিয়েছিলাম। আদালতের নির্দেশের পরেও যাদবপুরের সমস্ত জায়গায় সিসিটিভি বসানো যায়নি।

আরও পড়ুন-পুরসভার ১৫০ বছরের ইতিহাসে প্রথম বাংলায় বাড়ির নকশা

ইচ্ছাকৃতভাবে বাধা দেওয়া হয়েছে। এ-জিনিস চলতে পারে না। দেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়ে এভাবে দিনের পর দিন অরাজকতা চলবে আর মানুষ চুপ করে বসে থাকবে তা হতে পারে না! শুক্রবার সন্ধ্যায় এই ঘটনার প্রতিবাদে তৃণমূল ছাত্র পরিষদের তরফে এইট-বি বাসস্ট্যান্ড থেকে যাদবপুর থানা পর্যন্ত প্রতিবাদ মিছিল করা হয়। টিএমসিপি রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য বলেন, আমরা গোটা বিষয়টি রাজ্যপালকে জানাব এবং তাঁর কাছে জানতে চাইব যাদবপুরে যা হচ্ছে তাতে তাঁর মতামত কী! প্রতিবাদে শামিল হয়েছিলেন দক্ষিণ কলকাতার তৃণমূল যুব সভাপতি সার্থক বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্য ছাত্র নেতৃত্ব। তাঁরা সহ উপাচার্যের ঘরে গিয়ে ডেপুটেশন দেন। গোটা ঘটনার নিন্দা করেছে ওয়েবকুপাও।

আরও পড়ুন-পশ্চিম বর্ধমান : ঐক্যে জোর, এবার টার্গেট ৯/৯

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ বলেন, যেকোনও মৃত্যু অত্যন্ত দুঃখজনক। যাদবপুরের ঘটনা খুবই মর্মান্তিক। খারাপ ঘটনা।কেন হয়েছে কীভাবে হয়েছে সেটা পুলিশ প্রশাসন তদন্ত করছেন। এখন যে বা যারা কোনও যায়গার কোনও অপ্রীতিকর ঘটনা নিয়ে রাজনীতি করে এবার তাঁরা বলুন সেখানে কেন সর্বত্র সিসিটিভি ক্যামেরা থাকবে না? সিসি ক্যামেরা বসাতে গেলে মানছি না মানব না বলা হয়। আর কোনও কোনও যায়গায় সিসি ক্যামেরা হলেই বিপ্লবীদের গায়ে লেগে যায়। এটা হতে পারে না। এই মুহূর্তে মৃত্যু নিয়ে মন্তব্য করব না কারণ এটার সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই। এই মেয়েটির মৃত্যুতে এবার রাত জাগা হবে না? যারা সিসি ক্যামেরা বসতে দেব না বলে লাফালাফি করেন তা হুজ্জুতি করতে যান তাঁদের তো এবার কৈফিয়ত দিতে হবে। এই ঘটনা দুর্ভাগ্যজনক। সিসি ক্যামেরা থাকলে অনেক জল্পনা এড়ানো যায়। সমাধান হয়।
যাদবপুরে এই মুহূর্তে যাঁরা প্রশাসন চালাচ্ছেন তারাও প্রকারান্তর স্বীকার করে নিয়েছেন তাঁদের ব্যর্থতা। কিন্তু ময়নাতদন্তের পর যদি দেখা যায় এই ঘটনা হত্যা তবে নিশ্চিতভাবেই ঘটনা অন্যদিকে মোড় নেবে।

Jago Bangla

Recent Posts

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

34 minutes ago

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

43 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

1 hour ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

11 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

11 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

11 hours ago