প্রতিবেদন : পাকিস্তানের পর এবার পড়শি বাংলাদেশকেও জল আটকে উচিত শিক্ষা দেওয়া হবে। উত্তর ২৪ পরগনার বাগদা সীমান্তের বয়রা গ্রামে বাংলাদেশের কপোতাক্ষ নদের জল আটকাতে তৈরি হয়েছে স্লুইস গেট। বর্ষায় বয়রা গ্রামের বিঘের পর বিঘে জমি ভাসিয়ে নিয়ে যাওয়া কপোতাক্ষ নদের জল আটকেই বাংলাদেশকে কড়া সবক শেখাবে ভারত। প্রশাসন সূত্রে খবর, বয়রা গ্রামে দুই দেশের সীমান্ত দিয়ে বয়ে গিয়েছে বাংলাদেশের কপোতাক্ষ নদ।
আরও পড়ুন-বীর সেনানীদের শ্রদ্ধা, নেত্রীর আহ্বানে কৃতজ্ঞতা তৃণমূলের
বর্ষাকালে এই নদীর জল উপচে সীমান্তের এপারে ঢুকে পড়ে ফসলের জমির ক্ষতি করে। এই সমস্যার সমাধানে গত অক্টোবর মাস থেকে বর্ষায় কপোতাক্ষ নদের জল আটকাতে স্লুইস গেট তৈরি করছে বাগদা পঞ্চায়েত সমিতি। ইতিমধ্যেই শেষ হয়েছে সেই কাজ। শনিবার শেষ পর্যায়ের কাজ পরিদর্শন করেন জেলাশাসক-সহ স্থানীয় প্রশাসন। চলতি বর্ষার মধ্যেই কাজ শুরু করবে এই স্লুইস গেট। ফলে কপোতাক্ষর জল আর ভারতে ঢুকে ফসলের ক্ষতি করতে পারবে না।