প্রতিবেদন : বিজেপির নবান্ন অভিযান কর্মসূচিতে পুলিশি অত্যাচার ও মিথ্যা মামলায় হেনস্থার অভিযোগের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে রিপোর্ট জমা দিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব ভগবতী প্রসাদ গোপালিকা। গত মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযান কর্মসূচিতে পুলিশি অত্যাচার, দলীয় কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে হেনস্থা-সহ একাধিক অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছিল বিজেপির লিগ্যাল সেল।
আরও পড়ুন-রানির শেষকৃত্যানুষ্ঠানে বিশ্বনেতারা, আমন্ত্রণ পাননি রুশ প্রেসিডেন্ট
এ ব্যাপারে রাজ্য সরকারের কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছিল প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। আজ এই মামলার শুনানি হয়। সরকারের বক্তব্য জানিয়ে আদালতে স্বরাষ্ট্র সচিবের রিপোর্ট জমা দিয়েছেন অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। বিজেপির লিগ্যাল সেলের তরফে আইনজীবী লোকনাথ চট্টোপাধ্যায়ের বক্তব্য, ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল কোনওরকম অপ্রয়োজনীয় গ্রেপ্তার বা আটক করা চলবে না। তা সত্ত্বেও পুলিশ বিজেপি কর্মীদের গ্রেপ্তার ও আটক করছে। প্রত্যেকদিন নতুন নতুন মামলা দায়ের করছে। আগামী ২৭ তারিখ আবার ওই মামলার শুনানি হতে পারে।