প্রতিবেদন : দক্ষিণ ২৪ পরগনার নুঙ্গি বাজি ব্যবসায়ীরা পুলিশের কাছে আবেদন জানিয়ে বলেছেন, আমরা এই ব্যবসা বন্ধ করে দেব। তবে আমাদের বিকল্প রুটিরুজির ব্যবস্থা করে দিন। বেআইনি বাজি কারখানা বন্ধে কীভাবে এগোনো প্রয়োজন তার পথের সন্ধান জানতে শিবকাশীতে একটি প্রতিনিধিদল পাঠাচ্ছে রাজ্য সরকার (West Bengal Government)। তার আগে ক্লাস্টার তৈরি করার জন্য মুখ্যমন্ত্রী নির্দেশে মুখ্যসচিবের নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি মঙ্গলবার নবান্নে (Nabanna) বৈঠকে বসে। ওই বৈঠকে ডেকে নেওয়া হয়েছিল রাজ্য আতসবাজি ব্যবসায়ী সংগঠনকে। সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বাবলা রায়। তিনি জানিয়েছেন এই মুহূর্তে রাজ্যে ৩০ হাজার লাইসেন্সধারী বাজি প্রস্তুতকারক রয়েছেন। মুখ্যসচিব তাঁকে জানিয়েছেন লাইসেন্স ছাড়া কোনওভাবেই বাজি তৈরি করা অনুমতি দেওয়া হবে না। বাজি তৈরি করার পর তা সুরক্ষিতভাবে রাখার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে ওয়ারহাউস তৈরি করে দেওয়া হবে। প্রয়োজনে বিনামূল্যে লাইসেন্স দেওয়া যেতে পারে। বাজি তৈরির জন্য ক্লাস্টার তৈরি করে দেবে রাজ্য সরকার (West Bengal Government)। সেখানে বাজি তৈরির করার সময় কোনও বিপদ যাতে না ঘটে তার জন্য সবরকম নিরাপত্তা এবং সুরক্ষা ব্যবস্থা থাকবে। বেআইনি বাজি কারখানা বন্ধ করতে এবং ক্লাস্টার তৈরি করার সময় বাজি প্রস্তুতকারকদের কী কী সুবিধা দিতে হবে তাও সংগঠনের কাছে জানতে চাওয়া হয়েছে। মুখ্যসচিব বাজি বিক্রেতাদের নির্দেশ দিয়েছেন বৃহস্পতিবারের মধ্যে লিখিতভাবে তাঁদের সুবিধেঅসুবিধে এবং কী কী প্রয়োজন রাজ্য সরকারের কাছে বা কী কী সহযোগিতা লাগবে তা লিখিতভাবে জানাতে হবে। বুধবার এই কমিটি নবান্নে বৈঠকে বসবে তার আগে অ্যাসোসিয়েশনের তরফ থেকে লিখিতভাবে রাজ্য সরকারের জানতে চাওয়া প্রয়োজনীয় তথ্য দিয়ে দিতে হবে।