প্রজাতন্ত্র দিবস, নাশকতা রুখতে অতিরিক্ত বাহিনী

এই পরিস্থিতিতে জানুয়ারির ২৬ তারিখে দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের প্যারেডকে নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলার জন্য মরিয়া হয়ে উঠেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক৷

Must read

নয়াদিল্লি: গত ১০ নভেম্বর দিল্লির লালকেল্লার সামনে গাড়ি বোমা বিস্ফোরণে ১৪ জনের মৃত্যুর ক্ষত শুকোয়নি এখনও৷ এই নাশকতার ঘটনার পিছনে থাকা ডক্টরর্স টেরর সিন্ডিকেটের সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রতি সপ্তাহেই দেশের কোনও না কোনও প্রান্ত থেকে গ্রেফতার করা হচ্ছে অভিযুক্ত ও সন্দেহভাজনদের৷ এই পরিস্থিতিতে জানুয়ারির ২৬ তারিখে দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের প্যারেডকে নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলার জন্য মরিয়া হয়ে উঠেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক৷

আরও পড়ুন-প্রশাসনের হস্তক্ষেপে কাটল জট, আজ থেকেই পাহাড়ে উঠবে সমতলের গাড়ি

এবারের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে জঙ্গি হামলা হতে পারে দেশের যে কোনও প্রান্তে- গোয়েন্দা রিপোর্টে প্রকাশ করা হয়েছে এমন আশঙ্কা। এর পরেই রাতারাতি রাজধানী দিল্লির নিরাপত্তা আরও জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার৷ দিল্লিতে সরকারি সূত্রের দাবি, প্রজাতন্ত্র দিবসের প্যারেডে জঙ্গি হামলা সহ অন্যান্য সম্ভাব্য নাশকতার ঘটনা এড়াতে তড়িঘড়ি ৫৩ কোম্পানি অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক৷ উল্লেখ্য, দিল্লি পুলিশ ও আধা সামরিক বাহিনীর জওয়ানদের পাশাপাশি প্রতি বছর একটি নির্দিষ্ট সংখ্যক কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হয়ে থাকে প্রজাতন্ত্র দিবসের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য৷ এবার তার সঙ্গে যোগ করা হবে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী৷

Latest article