সংবাদদাতা, কাকদ্বীপ : গত ২৪ ঘণ্টায় বঙ্গোপসাগর থেকে ৬০ জন বাংলাদেশি মৎস্যজীবীকে উদ্ধার করল ভারতীয় ট্রলারের মৎস্যজীবীরা (Fisherman)। এছাড়া উপকূল রক্ষীবাহিনী আরও ২৭ জন বাংলাদেশি মৎস্যজীবীকে উদ্ধার করেছে। সবমিলিয়ে ৮৭ জন উদ্ধার। সংখ্যাটা আরও বাড়তে পারে বলে অনুমান উপকূল রক্ষীবাহিনী ও মৎস্যজীবী ইউনিয়নের। সব বাংলাদেশি মৎস্যজীবীকে উদ্ধার করে বিভিন্ন ত্রাণ শিবিরে রাখা হয়েছে। প্রশাসন ও মৎস্যজীবী ইউনিয়নের পক্ষ থেকে পোশাক ও খাবারের ব্যবস্থা করা হয়েছে। কয়েকজন অসুস্থ থাকায় কাকদ্বীপ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার বেলায় রায়দিঘিতে ১১ জন বাংলাদেশি মৎস্যজীবীকে উদ্ধার করে আনা হয়। পরে রাতে কয়েক দফায় আরও ৪৪ জন বাংলাদেশি মৎস্যজীবীকে (Fisherman) উদ্ধার করে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার বিকেলে আরও ৫ জনকে উদ্ধার করে কাকদ্বীপ আনা হচ্ছে। গত ১৮ থেকে ২০ তারিখের মধ্যে প্রাকৃতিক দুর্যোগের জেরে বাংলাদেশের একাধিক ট্রলার ডুবে যায়। নিখোঁজ হন দু’শোর বেশি মৎস্যজীবী। এই নিখোঁজ মৎস্যজীবীদের অনেকেই ভাসতে ভাসতে ভারতীয় জল সীমানায় বাঘেরচর এলাকায় চলে আসেন। ভারতীয় মৎস্যজীবী ট্রলার তাঁদেরকে উদ্ধার করে। তাঁরা ৩ থেকে ৪টি ট্রলারের মৎস্যজীবী বলে ইউনিয়ন সূত্রে জানা গিয়েছে। সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে মৎস্যজীবীদের জিজ্ঞাসাবাদ করা হয়। ইতিমধ্যে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হবে উদ্ধার হওয়া মৎস্যজীবীদের।
আরও পড়ুন: শাড়ি-পরা ফুটবল কোচের কামাল