সংবাদদাতা, বারাসত : মধ্যমগ্রামে (Madhyam Murder) পিসিশাশুড়ি খুন-কাণ্ডে বড় সূত্র পেল পুলিশ। মঙ্গলবার উদ্ধার হল খুনে ব্যবহৃত বটি ও দা। বাড়ির পাশের পুকুরে ডুবুরি নামিয়ে উদ্ধার হল খুনের দুই প্রধান অস্ত্র। তদন্তকারীদের জেরায় ধৃত মা-মেয়ে অস্ত্রের সন্ধান দিয়েছে। তারপরই এদিন পুলিশি পাহারায় ধৃত মা আরতি ঘোষ ও মেয়ে ফাল্গুনী ঘোষকে মধ্যমগ্রামের বীরেশপল্লির বাড়িতে নিয়ে আসা হয়। খুনের পর দেহ ট্রলিবন্দি করে অস্ত্র কোথায়, দেখিয়ে দেয় তারা। তারপর ডুবুরি পুকুরে নেমে ১৫ মিনিটের মধ্যে অস্ত্র দুটি উদ্ধার করে। সঙ্গে উদ্ধার করা হয়েছে একটি হাতুড়িও। সুমিতা ঘোষের জামাকাপড় ও তার ব্যবহৃত জিনিস উদ্ধারের জন্য মধ্যমগ্রাম খালেও তল্লাশি চালায় পুলিশ।