সংবাদদাতা, শিলিগুড়ি : জলবায়ু সংক্রান্ত আন্তর্জাতিক সেমিনারে গিয়ে নেপালে (Nepal) আটকে পড়েছিলেন জলপাইগুড়ির গবেষক ময়ূখ ভট্টাচার্য। রাজ্য সরকারের উদ্যোগে শেষমেশ বাড়ি ফিরলেন। গোলমালের জেরে প্লেনের টিকিটের দাম অত্যাধিক বলে বিহার সীমান্ত দিয়ে গাড়িতে পশ্চিমবঙ্গে ঢোকেন। তারপর গোমস্তাপাড়ার বাড়িতে ফিরে আসেন। ৮ সেপ্টেম্বর থেকেই নেপালের (Nepal) পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে যাওয়ায় সেনাবাহিনীর নিরাপত্তার মধ্যে কার্যত হোটেলে বন্দি হয়ে পড়েছিলেন ময়ূখরা। জানালেন, হোটেলে বসেই একের পর গুলির শব্দে কান ঝালাপালা হয়েছিল। খাদ্যসংকট তৈরি হয়। তবে শেষ পর্যন্ত ছেলে বাড়ি ফিরে আসায় স্বস্তির নিঃশ্বাস ফেলে ময়ূখের পরিবার। তাঁরা ধন্যবাদ জানিয়েছেন প্রশাসন ও স্থানীয় তৃণমূল নেতৃত্বকেও, তারা সারাক্ষণই পাশে থাকায়।
আরও পড়ুন- পড়ুয়াদের প্রশ্নে মেজাজ টঙে কেন্দ্রের হাফমন্ত্রীর, জবাব কই? কটাক্ষ তৃণমূলের