ভোটের মুখে বাতিল মুসলিমদের সংরক্ষণ

Must read

প্রতিবেদন : এক থেকে দেড় মাসের মধ্যেই কর্নাটক বিধানসভা নির্বাচন (Karnataka Assembly Election)। এই নির্বাচনের আগে যথেষ্ট কোণঠাসা হয়ে রয়েছে রাজ্যের শাসক দল বিজেপি। ভোটে জিততে সাম্প্রদায়িক তাসকেই হাতিয়ার করল রাজ্যের বাসবরাজ বোম্মাই সরকার। বিজেপি সরকার জানিয়েছে, মুসলিমদের ৪ শতাংশ সংরক্ষণ প্রত্যাহার করা হল। রাজ্যে ওবিসি মুসলিমদের জন্য শিক্ষা ও কর্মক্ষেত্রে যে ৪ শতাংশ আসন এতদিন সংরক্ষিত ছিল, তা পাবে দুই হিন্দু গোষ্ঠী। বাসবরাজ সরকারের নতুন সিদ্ধান্তে ২ শতাংশ করে এই সংরক্ষণ পাবেন ভোক্কালিগা ও লিঙ্গায়েত সম্প্রদায়। পাশাপাশি রাজ্যের মোট আসন সংরক্ষণ ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৫৬ শতাংশ করা হয়েছে।

আরও পড়ুন: কেন্দ্রের বঞ্চনা, সুন্দরবনবাসীর সুরক্ষায় রাজ্যের উদ্যোগ

কর্নাটকে (Karnataka Assembly Election) এতদিন মুসলিমদের জন্য ৪ শতাংশ আসন সংরক্ষিত ছিল। শনিবার তা প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার কর্নাটক মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়, আর্থিকভাবে দুর্বল শ্রেণির জন্য যে ১০ শতাংশ আসন সংরক্ষিত রয়েছে তার অধীনেই রাজ্যের মুসলিমদের সংরক্ষণ দেওয়া হবে। এদিনের সিদ্ধান্তে ভোক্কালিগাদের সংরক্ষণ ৪ শতাংশ থেকে বেড়ে ৬ শতাংশ হল। লিঙ্গায়তদের ক্ষেত্রে সংরক্ষণ ৫ শতাংশ থেকে বেড়ে হল ৭ শতাংশ। মুসলিমদের উপর থেকে সংরক্ষণ তুলে নিয়ে কর্নাটকে বিজেপি তীব্র মেরুকরণের খেলা শুরু করল বলেই রাজনৈতিক মহল মনে করছে।
উল্লেখ্য, সুপ্রিম কোর্ট এক নির্দেশে দেশের যেকোনও রাজ্যে সংরক্ষণের সর্বোচ্চ হার ৫০ শতাংশে বেধে দিয়েছিল। কিন্তু কর্নাটকের বিজেপি সরকার তা ৫৬ শতাংশ করে শীর্ষ আদালতের সুপারিশ অমান্য করল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Latest article