রাজ্য ও কলকাতা পুলিশের (Police- Reshuffle) শীর্ষ স্তরে রদবদল করা হয়েছে। দীর্ঘদিন পরে গোয়েন্দা বিভাগেও বদল করা হয়েছে। কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান, জয়েন্ট সিপি (ক্রাইম) শঙ্খশুভ্র চক্রবর্তীকে পাঠানো হল রাজ্য গোয়েন্দা পুলিশ সিআইডির ডিআইজি পদে। আপাতত কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান পদে কাউকে পাঠানো হয়নি। এর সঙ্গে বদলি করা হয়েছে উত্তরবঙ্গের আইজি রাজেশকুমার যাদব এবং জলপাইগুড়ি রেঞ্জের আইজি অখিলেশকুমার চতুর্বেদিকে। রাজেশকুমার ও অখিলেশকুমার, দুজনকেই সিআইডির আইজি পদে বদলি করা হয়েছে।
আরও পড়ুন: পর্যটনক্ষেত্রকে শিল্পের স্বীকৃতি রাজ্য সরকারের!
সুধীরকুমার নীলকান্তম ছিলেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ (Police- Reshuffle) ডাইরেক্টরেটের ওএসডি পদে। হলেন ডিআইজি প্রভিশনিং। ডিআইজি মালদা রেঞ্জ সুদীপ সরকার হলেন ডিআইজি পার্সোনেল। আপাতত মালদা রেঞ্জের দায়িত্ব সামলাবেন রায়গঞ্জ রেঞ্জের ডিআইজি প্রসূন বন্দ্যোপাধ্যায়। এসএস সিআইডি ডেভিড ইভান লেপচা হলেন রাজ্য সশস্ত্র পুলিশের (ফোর্থ ব্যাটালিয়ন) কমান্ডিং অফিসার। এই পদে ছিলেন শিবপ্রসাদ পাত্র। তাঁকে এসএস সিআইডি করা হল।