প্রতিবেদন : বুধবার রাতে আরজি করে একাধিক বদলির নির্দেশ স্বাস্থ্য দফতরের। আরজি করের চার শীর্ষকর্তাকে বদলির পাশাপাশি ন্যাশনাল মেডিক্যাল কলেজ থেকে সরানো হয়েছে সন্দীপ ঘোষকেও। এই নির্দেশে খুশি পড়ুয়া থেকে শুরু করে আন্দোলনরত চিকিৎসকেরা। তাদের বক্তব্য, প্রশাসন আমাদের সব কথাই রেখেছে। সূত্রের খবর, এই বদলির জেরে কর্মবিরতি তুলে নিতে চলেছেন চিকিৎসকেরা। এদিন রাতে স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম জানান, হাসপাতালের আন্দোলনরত চিকিৎসক ও ডাক্তারি পড়ুয়াদের দাবি মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা চাইছি যাতে দ্রুত আরজি করে অচলাবস্থা কাটিয়ে রোগী পরিষেবা সচল হয়। এদিন অপসারিত হলেন নবনিযুক্ত অধ্যক্ষ সুহৃতা পাল ও সুপার বুলবুল মুখোপাধ্যায়ও। পাশাপাশি, চেস্ট মেডিসিন বিভাগের প্রধান অরুণাভ দত্তচৌধুরী ও অ্যাসিস্ট্যান্ট সুপারকেও সরিয়ে দেওয়া হল। একইসঙ্গে ন্যাশনাল মেডিক্যালে সন্দীপের অধ্যক্ষ হিসেবে বদলির নির্দেশও বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যসচিব। আরজি করের নয়া অধ্যক্ষ হলেন ডাঃ মানস বন্দ্যোপাধ্যায়। বারাসত মেডিক্যাল কলেজের অধ্যক্ষ-পদ থেকে সরিয়ে এনে তাঁকে আরজি করের অধ্যক্ষ হিসেবে পাঠানো হয়েছে। অন্যদিকে, বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের সুপার ডাঃ সপ্তর্ষি চট্টোপাধ্যায়কে বদলি করে আরজি করের নয়া সুপার নিযুক্ত করা হয়েছে।
আরও পড়ুন- আলিপুরে দেশাত্মবোধক প্রদর্শনীর উদ্বোধন
গত ৯ অগাস্ট আরজি করের চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার রুমে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার পরই সরানো হয়েছিল হাসপাতালের সুপার সঞ্জয় বশিষ্ঠকে। তাঁর জায়গায় নয়া সুপার করা হয়েছিল বুলবুল মুখোপাধ্যায়কে। ঘটনার ৩ দিন পর অধ্যক্ষ সন্দীপ ঘোষ পদত্যাগ করলে সেই জায়গায় আনা হয় ডাঃ সুহৃতা পালকে। তারপরেও থামেনি চিকিৎসকদের আন্দোলন। এদিন দুই নবনিযুক্তকেই সরিয়ে দেওয়া হল। পাশাপাশি, সন্দীপ ঘোষকেও ন্যাশনাল মেডিক্যালে বদলির যে নোটিশ জারি করা হয়েছিল, সেই নির্দেশিকাও বাতিল করা হয়েছে।