রাজ্য পুলিশে ফের রদবদল

রাজ্য ও কলকাতা পুলিশের শীর্ষ স্তরে বড়সড় রদবদল করা হল। বদলি এবং পদোন্নতির ওই তালিকায় রয়েছে ৫১ জন পুলিশ আধিকারিকের নাম

Must read

প্রতিবেদন : রাজ্য ও কলকাতা পুলিশের শীর্ষ স্তরে বড়সড় রদবদল করা হল। বদলি এবং পদোন্নতির ওই তালিকায় রয়েছে ৫১ জন পুলিশ আধিকারিকের নাম। বুধবার রাজ্যের স্বরাষ্ট্র দফতর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এই রদবদলের কথা জানিয়েছে। তালিকায় এডিজি, আইজি, পুলিশ সুপার, যুগ্ম, অতিরিক্ত কমিশনার পদমর্যাদার একাধিক আধিকারিক রয়েছে। বদলি হওয়া আধিকারিকদের মধ্যে উল্লেখযোগ্য নাম কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ট্রাফিক সন্তোষ পাণ্ডে। যুগ্ম কমিশনার (সদর) পদে তাঁর বদলি হল। নতুন জয়েন্ট সিপি ট্রাফিক হলেন রূপেশ কুমার। কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার হলেন শুভঙ্কর সিনহা সরকার এবং কল্যাণ মুখোপাধ্যায়ও।

আরও পড়ুন-পেলের সম্পত্তি পাবেন সেই কন্যা

বদলি করা হয়েছে কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলীধরকে। তাঁর জায়গায় আসছেন কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার শঙ্খশুভ্র চক্রবর্তী। মুরলী হলেন অতিরিক্ত কমিশনার। বদলি হলেন এডিজি (এসটিএফ) জ্ঞানবন্ত সিংহও। এবার তাঁকে সশস্ত্র বাহিনীর এডিজি করা হয়েছে। নতুন এডিজি এসটিএফ হলেন সঞ্জয় সিংহ।

আরও পড়ুন-দিল্লিকে হারিয়ে শীর্ষে হরমনরা

বদলি করা হয়েছে ডায়মন্ড হারবার, পশ্চিম মেদিনীপুরের এসপিদের৷ এ ছাড়া বাঁকুড়া রেঞ্জের ডিআইজি মিরাজ খলিদকে পুরুলিয়া রেঞ্জে পাঠানো হয়েছে৷ বিধাননগরের ডিসি প্রবীন প্রকাশকে দার্জিলিংয়ে এসপি পদে স্থলাভিষিক্ত করা হয়েছে৷ জঙ্গিপুর পুলিশ জেলার সুপার ভোলানাথ পাণ্ডেকে সরিয়ে তাঁর জায়গায় নিয়ে আসা হচ্ছে রাহুল গোস্বামীকে।

Latest article