প্রতিবেদন : রাজ্য পুলিশের (West Bengal Police) শীর্ষস্তরে বুধবার বেশ কিছু রদবদল করা হয়েছে। জারি করা বিজ্ঞপ্তিতে দেখা যাচ্ছে, দীর্ঘদিন পরে কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার মুরলীধর শর্মাকে রাজ্য পুলিশে (West Bengal Police) বদলি করা হয়েছে। তিনি ব্যারাকপুর পুলিশ ট্রেনিং অ্যাকাডেমির আইজিপি পদের দায়িত্ব পেয়েছেন। ওই পদে থাকা ড. প্রণব কুমারকে কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার করা হয়েছে। হাওড়া গ্রামীণ জেলার নতুন পুলিশ সুপার হচ্ছেন সুবিমল পাল, তিনি ছিলেন হাওড়া পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল। হাওড়া গ্রামীণের বর্তমান পুলিশ সুপার স্বাতী ভাঙ্গালিয়াকে সাইবার সুরক্ষা বিভাগের পুলিশ সুপার করা হয়েছে। হাওড়া পুলিশ কমিশনারেটের ডিসি সাউথ বিশ্বজিৎ মাহাতো ওই কমিশনারেটের ডিসি সেন্ট্রাল পদে এসেছেন। সুরিন্দর সিং হয়েছেন হাওড়া পুলিশ কমিশনারের নতুন ডিসি সাউথ।
আরও পড়ুন- লাগামছাড়া হিংসা বন্ধে কোপ নেটে, মণিপুরে যেন লকডাউনের ছবি