মহারাষ্ট্র অ্যাসোসিয়েশন অফ রেসিডেন্ট ডক্টরস (MARD), আজ বিকাল ৫টা থেকে রাজ্যব্যাপী অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করতে চলেছে। উন্নততর হোস্টেল বাসস্থান, উপবৃত্তি বৃদ্ধি এবং বকেয়া পরিশোধের দাবিতে এই ধর্মঘট ঘোষণা করা হয়েছে। ডাঃ অভিজিৎ হেলগে, MARD সভাপতি, এই বিষয়ে জানান যে MARD, সরকারের কথায় আস্থা রেখেছিল এবং আবাসিক ডাক্তারদের এহেন দুর্দশাজনক পরিস্থিতি সত্ত্বেও এর আগে একাধিকবার ধর্মঘট প্রত্যাহার করা হয়েছিল।
আরও পড়ুন-‘কখনও কোনো নির্বাচিত সরকার প্রতিবাদকারী নিরীহ কৃষকদের হত্যা করেনি’ তোপ মুখ্যমন্ত্রীর
একটি চিঠিতে জানানো হয়, ‘আমরা MARD, সরকারের কথায় বিশ্বাস রেখেছিলাম এবং এর আগে একাধিকবার আমাদের ধর্মঘট প্রত্যাহার করেছিলাম। আবাসিক ডাক্তারদের দুর্দশাজনক পরিস্থিতি সত্ত্বেও, কর্তৃপক্ষকে গুরুত্ব দেওয়া হয়েছিল এবং আমরা তাদের আবাসিক ডাক্তারদের কল্যাণ নিশ্চিত করার জন্য যথাসময়ে সঠিক কাজ করার দায়িত্ব দিয়েছিলাম। তবে আমাদের বার বার আবেদন করার পরেও আমাদের প্রকৃত উদ্বেগগুলিতে তারা কর্ণপাত করছেন না। আবাসিক ডাক্তারদের ন্যায্য দাবির প্রতি অবহেলার কারণে আবাসিক ডাক্তারদের প্রতিনিধি সংস্থার কাছে প্যান-মহারাষ্ট্র অনির্দিষ্টকালের ধর্মঘটে যাওয়া ছাড়া আর কোনও উপায় নেই।’
আরও পড়ুন-নন্দীগ্রামে নিগৃহীতাকে নিয়ে মিছিল-অবস্থান তৃণমূলের
ডাঃ অভিজিৎ হেলগে বলেছেন ‘ভাল হোস্টেলের আবাসন, উপবৃত্তি বৃদ্ধি এবং বকেয়া ছাড়ের দাবিতে রাজ্য জুড়ে প্রায় ৮০০০ আবাসিক চিকিৎসক ধর্মঘটে থাকবেন। তবে, অ্যাসোসিয়েশন স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে হরতাল চলাকালীন জনগণের জন্য প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা ব্যাহত না করে জরুরি পরিষেবাগুলি চালু থাকবে।’