৬০ বছরের বর্ষপূর্তিতে বাসিন্দারা পেলেন আধুনিক হাসপাতাল

এবার উন্নত চিকিৎসা পরিষেবার জন্য আর কলকাতায় ছুটতে হবে না। সাধ্যের মধ্যে পরিষেবা মিলবে পুর হাসপাতাল থেকেই।

Must read

সংবাদাতা, নববারাকপুর : নববারাকপুর পুরসভার ৬০ বছর পূর্তি উপলক্ষে পুরবাসীরা উপহার পেলেন আধুনিক হাসপাতাল। নববারাকপুর পুরসভার মাতৃসদন এখন পুরসভা পরিচালিত ডাঃ বি সি রায় সাধারণ হাসপাতাল ও মাতৃসদনে রূপান্তরিত হয়েছে। এবার উন্নত চিকিৎসা পরিষেবার জন্য আর কলকাতায় ছুটতে হবে না। সাধ্যের মধ্যে পরিষেবা মিলবে পুর হাসপাতাল থেকেই। বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্য তাঁর বিধায়ক তহবিল থেকে ৩০ লক্ষ ব্যয়ে এই হাসপাতালের উন্নয়ন করেছেন। এছাড়াও রয়েছে মানুষের সাহায্য। শনিবার বিকেলে হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, পুরপ্রধান প্রবীর সাহা, নিমাই ঘোষ-সহ অন্যরা।

আরও পড়ুন-কুৎসাকারীদের মুখে ঝামা ঘষে কলকাতাই এখন দেশের অন্যতম সেরা তথ্যপ্রযুক্তি কেন্দ্র

চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, নববারাকপুর পুরসভাও পুরপ্রধান ভাল কাজ করছেন। এখানকার মানুষ আমাকে নির্বাচিত করেছেন, তাদের জন্যই আমি আজ বিধায়ক তহবিলের টাকা দিতে পারছি। আমি তাদের কাছে কৃতজ্ঞ। শুধু আমার তহবিলের টাকা নয় পুরবাসীরা যে ভাবে এগিয়ে আসছেন তাতে শুধু নববারাকপুর নয় পার্শ্ববর্তী এলাকার মানুষও এই উন্নত হাসপাতাল থেকে পরিষেবা পাবেন।
কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, এই পুর হাসপাতাল যেভাবে উন্নতি করছে তাতে কলকাতার অনেক হাসপাতালকে হার মানিয়ে দিচ্ছে। পুরসভা ও স্থানীয় মানুষ বিশেষত পুরপ্রধান যে ভাবে এই হাসপাতালের উন্নয়নের জন্য এগিয়ে এসেছেন তা নজিরবিহীন। আমি সকলকে অভিনন্দন জানাই।
খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বার্ন ইউনিট তৈরি প্রসঙ্গে পুরপ্রধানের প্রশংসা করেন। বলেন, পুরপ্রধান প্রবীর সাহা নীরবে অনেক কাজ করছেন।
প্রবীর সাহা জানান, প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে এই হাসপাতাল নবরুপে সাজানো হয়েছে। নববারাকপুর ডাঃ বি সি রায় সাধারণ হাসপাতাল ও মাতৃসদন থেকে এখন পাওয়া যাবে ২৪ ঘন্টা আপৎকালীন চিকিৎসা পরিষেবা, আইসিসিইউ, এইচডিইউ, ফেকো মেশিনের সাহায্যে স্বল্প খরচে চক্ষু অপারেশন, বার্ন ইউনিট, এইচআইভি ইউনিট, শীততাপ নিয়ন্ত্রিত পুরুষ ও মহিলা কেবিন, অস্থি প্রতিস্থাপন, নিউরো সার্জারির, ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, কালার ডপলার, পেসমেকার প্রতিস্থাপন, কাউন্সিলিং ও আধুনিক স্ত্রীরোগ চিকিৎসা পরিষেবা।

Latest article