সংবাদদাতা, হুগলি : বছরের প্রথম দিনেই রেল অবরোধ। সিঙ্গুর আন্দোলন লোকালের রুট সম্প্রসারণের প্রতিবাদে বুধবার সকালে মন্ত্রী বেচারাম মান্নার নেতৃত্বে রেল অবরোধে শামিল হলেন সিঙ্গুরবাসী। তাঁদের অভিযোগ, রুট সম্প্রসারণের নামে তুলে নেওয়া হচ্ছে সিঙ্গুর আন্দোলন লোকাল। যা মানতে তাঁরা রাজি নন। বিক্ষোভের জেরে এদিন সিঙ্গুর থেকেই হাওড়া যায় তারকেশ্বরগামী লোকাল ট্রেনটি। কয়েকদিন ধরেই সিঙ্গুর আন্দোলন লোকাল বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠছিল। রেলের দাবি, ট্রেনটির রুট সম্প্রসারণ করা হচ্ছে। সিঙ্গুরের পরিবর্তে তারকেশ্বর পর্যন্ত চলবে ওই ট্রেন। এদিকে সিঙ্গুরবাসীর অভিযোগ, এভাবেই ঘুরপথে ট্রেনটি তুলে দিতে চাইছে রেল। কিন্তু এই ট্রেনের সঙ্গে জড়িয়ে সিঙ্গুর আন্দোলনের ইতিহাস। তাই ট্রেনটি তুলে দেওয়ার বিরোধিতায় নেমেছেন তাঁরা।
আরও পড়ুন-চ্যাম্পিয়নদের বরণ ক্রীড়ামন্ত্রীর
এরই প্রতিবাদে বুধবার সকাল ৬টা বেজে ৪৫ মিনিট নাগাদ সিঙ্গুরের ১ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকতেই লাইনের ওপর দাঁড়িয়ে পড়েন সিঙ্গুরের বেশকিছু বাসিন্দা। নেতৃত্বে ছিলেন মন্ত্রী বেচারাম মান্না। পরিস্থিতি আয়ত্তে আনতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। কিন্তু তাতে লাভ হয়নি। বিক্ষোভকারীদের দাবি, রেলকে সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। এক পর্য়ায়ে বাধ্য হয়ে সিঙ্গুর থেকেই হাওড়ায় ফেরে ট্রেনটি। তবে আগামিকাল, বৃহস্পতিবার থেকে তারকেশ্বর পর্যন্তই যাবে ওই ট্রেন, এমনই জানিয়েছে রেল। কেন্দ্রে রেলমন্ত্রী থাকাকালীন এই ট্রেন চালু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষকদের আন্দোলনকে সম্মান জানিয়ে ট্রেনের নাম দেওয়া হয়েছিল ‘সিঙ্গুর আন্দোলন লোকাল’। স্বাভাবিকভাবেই এই ট্রেনকে ঘিরে আবেগ রয়েছে সিঙ্গুরবাসীর।
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…