বঙ্গ

একক সংখ্যাগরিষ্ঠতা পাননি, নৈতিক হার মেনে পদত্যাগ করুন প্রধানমন্ত্রী: মমতা বন্দ্যোপাধ্যায়

প্রতিবেদন : লোকসভা নির্বাচনে বিপুল জয়ের পর মা-মাটি-মানুষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার বিকেলে কালীঘাটের বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, মানুষই ম্যান অফ দ্য ম্যাচ। মোদিজি একক সংখ্যাগরিষ্ঠতা পাননি এতে আমি খুশি। নৈতিক হার স্বীকার করে অবিলম্বে তাঁর পদত্যাগ করা উচিত। দেশের মানুষ বিজেপিকে এককভাবে জিততে দেননি। এজেন্সির অত্যাচার, মিডিয়ার একাংশের অত্যাচার, বিচারব্যবস্থার একাংশের অন্যরকম রায়, মানি-পাওয়ার সবকিছুর বিরুদ্ধে মানুষ এই রায় দিয়েছেন। মোদি-শাহর অহঙ্কার চূর্ণ হয়ে গিয়েছে। তাঁরা যা করেছেন তা ক্ষমাহীন অপরাধ। মানুষ তাঁদের মেরুদণ্ড ভেঙে দিয়েছেন। এরাজ্যে তৃণমূলের বিপুল জয়ের (২৯) কারণে বাংলার মানুষকে ধন্যবাদ জানিয়ে নেত্রী (Mamata Banerjee) বলেন, চার-পাঁচটি জায়গায় অবজারভার জয়ের সার্টিফিকেট দিচ্ছেন না। বিশেষ করে কাঁথির কথা উল্লেখ করে নেত্রী বলেন, ওখানে অবজারভার সার্টিফিকেট আটকে রেখেছেন।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি রাহুল গান্ধী, অখিলেশ যাদব, তেজস্বী যাদব-সহ জোটের বাকিদের অভিনন্দন জানিয়েছেন। ইন্ডিয়া জোটের বৈঠক সম্পর্কে নেত্রীর বক্তব্য, এখনও পর্যন্ত তাঁর সঙ্গে যোগাযোগ করেননি এবিষয়ে। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠকে যাবেন বলে তিনি জানিয়েছেন। নেত্রী বলেন, সব থেকে বেশি অত্যাচার হয়েছে বাংলায়। কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগিয়ে সবটা করা হয়েছে। রাজ্য পুলিশকে কাজে লাগানো হয়নি। তিনি বিশেষ ধন্যবাদ জানিয়েছেন জয়ী ইউসুফ পাঠানকে। নাম না করে অধীরকে বিজেপির এজেন্ট বলে কটাক্ষ করেছেন। তাঁর কথায়, তিনি কংগ্রেসের নয়, বিজেপির লোক। এরাজ্যে অনেক আসনে বিজেপি টাকা ছড়িয়েছে। এছাড়া তৃণমূলের নেতা-মন্ত্রীদেরও হুমকি দিয়েছে।

আরও পড়ুন- হারলেন শাহের ডেপুটি, কোচবিহারে জয়ী তৃণমূলের জগদীশ

নির্বাচন কমিশনের ভূমিকার কড়া সমালোচনা করে নেত্রী বলেন, ওরা বিজেপির কমিশনের মতো কাজ করেছে। আমাদের কোনও কথা শোনেনি। বিজেপি রিপোল চাইলে দিয়েছে। আমরা চাইলে দেয়নি। বাংলার বকেয়া নিয়ে নেত্রীর বক্তব্য, অবিলম্বে বাংলার টাকা দিয়ে দিক নতুন সরকার। না হলে দিল্লির বুকে কীভাবে আন্দোলন করতে হয় আমাদের জানা আছে। এরাজ্যের এক্সিট পোল নিয়েও মিডিয়ার একাংশকে তুলোধোনা করেছেন নেত্রী। তিনি বলেন, এরা মরাল ভেঙে দিতে চেয়েছে, যাতে গণনাকেন্দ্রে গিয়ে লড়াই করতে না পারে এজেন্টরা। বিজেপির তৈরি করে দেওয়া এক্সিট পোল দেখানো হয়েছে। মানহানির মামলা করব আমরা। মোদির বিজ্ঞাপনের এতটাকা কোথা থেকে আসে তাও তদন্ত করে দেখা উচিত বলে মন্তব্য করেন নেত্রী। কংগ্রেসের কথা বলতে গিয়ে তিনি বলেন, আমি বলেছিলাম এখানে দুটো আসন দিচ্ছি। লড়াই হোক ওরা ১০০-র বেশি আসন পাবে। কিন্তু ওরা সেটা করল না। এখন আমার কথা মিলছে তো!

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

14 minutes ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

38 minutes ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

42 minutes ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

51 minutes ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

56 minutes ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

1 hour ago