মেয়াদ শেষ হওয়ার প্রায় এক বছর আগে হঠাৎই ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিলেন বিশ্বব্যাঙ্কের প্রেসিডেন্ট ডেভিড মালপাস। সোশ্যাল মিডিয়ায় নিজের পদত্যাগের কথা ঘোষণা করেছেন তিনি। মালপাস জানিয়েছেন, জুন মাসের শেষের দিকে তিনি বিশ্ব ব্যাঙ্কের প্রেসিডেন্টের দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন।
আরও পড়ুন-বিদ্যুতের মূল্য বৃদ্ধি
অনেক চিন্তাভাবনার পর তিনি নতুন কোনও চ্যালেঞ্জ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে ঠিক কী কারণে মালপাস ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সে বিষয়ে কিছুই জানাননি তিনি। উল্লেখ্য, ২০১৯ সালে এপ্রিল মাসে বিশ্ব ব্যাঙ্কের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেছিলেন আমেরিকার রিপাবলিকান পার্টির গুরুত্বপূর্ণ এই নেতা। নিজের দেশে অর্থমন্ত্রকের একাধিক দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা ছিল তাঁর। আগামী বছরের এপ্রিলে তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা।