মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে ইসলাম ধর্মাবলম্বী নাগরিক সমাজ স্থগিত রাখল আজ ওয়াকফ বাঁচাও মহামিছিল

শনিবার বর্ধমান প্রেস কর্নারে সাংবাদিক বৈঠকে উদ্যোক্তাদের তরফে জানানো হয়, ওয়াকফ সংশোধনী আইন বাতিলের জন্য প্রতিবাদ আন্দোলন চলছে।

Must read

সংবাদদাতা, বর্ধমান : মুর্শিদাবাদ তথা রাজ্য জুড়ে ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে প্রতিবাদ আন্দোলনের ফলে উদ্ভূত পরিস্থিতি এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে রবিবার বর্ধমান শহরে ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে ডাকা প্রতিবাদ মিছিল স্থগিত রাখল পূর্ব বর্ধমান জেলা ইসলাম ধর্মাবলম্বী নাগরিক সমাজ।

আরও পড়ুন-প্রাক্ বৈশাখেই বাজারে বেগুনফুলির দাপট

শনিবার বর্ধমান প্রেস কর্নারে সাংবাদিক বৈঠকে উদ্যোক্তাদের তরফে জানানো হয়, ওয়াকফ সংশোধনী আইন বাতিলের জন্য প্রতিবাদ আন্দোলন চলছে। আমরা সেই আন্দোলন শান্তিপূর্ণভাবেই সকল সম্প্রদায়ের মানুষকে নিয়ে করতে চাই। তার জন্য অন্য ধর্মাবলম্বী মানুষদেরও আহ্বান জানিয়ে ছিলাম প্রতিবাদ আন্দোলনে শামিল হতে। কিন্তু কতিপয় মানুষ এই আন্দোলনকে সামনে রেখে নিজেদের স্বার্থসিদ্ধি ও রাজনৈতিক রুটি সেঁকতে চাইছে। আমরা এর তীব্র বিরোধিতা করছি। আমরা অন্য ধর্মের মানুষদের উপর আক্রমণ ও তাঁদের ধর্মীয় ভাবাবেগকে যারা আঘাত করছে তাদের ধিক্কার জানানোর পাশাপাশি এই ঘটনা সমূহের নিন্দা করছি। এমতাবস্থায় যেহেতু একদিকে মুখ্যমন্ত্রী তাঁর উপর বিশ্বাস রেখে আন্দোলন থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন, তাঁর সেই ডাকে সাড়া দিয়ে এবং মুর্শিদাবাদ-সহ রাজ্যের একাধিক জায়গায় উদ্ভূত পরিস্থিতির জন্য আপাতত আমাদের প্রতিবাদ মিছিল ১৬ এপ্রিল পর্যন্ত স্থগিত রাখছি।তার পরও যদি সুনির্দিষ্ট দিকনির্দেশ না পাই তাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে শামিল হব।

Latest article