প্রতিবেদন : অক্সফোর্ডের আমন্ত্রণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডন সফরকে কেন্দ্র করে কুৎসার জবাবে বিরোধীদের ধুয়ে দিল তৃণমূল কংগ্রেস। দলের বক্তব্য, বিরোধী দল নেতা গদ্দার অধিকারী মুখ্যমন্ত্রীর লন্ডন সফর নিয়ে কুৎসা করেছে। সিপিএমের মুখপত্র গণশক্তি লাগাতার কুৎসা চালাচ্ছে। মুখ্যমন্ত্রী লন্ডনে বাংলার উন্নয়নের কথা তুলে ধরবেন সেটা সহ্য হচ্ছে না। সিপিএম একটি আরটিআইয়ের নাম করে সোশ্যাল মিডিয়ায় কুৎসা করছে। অক্সফোর্ড নাকি জানিয়েছে এরকম তাদের কোনও সফর নেই।
দলের প্রশ্ন— ১. বুঝতে পারছি না, ভারতের আরটিআই আইনের আওতায় ব্রিটেনের অক্সফোর্ড-টা পড়ল ঠিক কবে থেকে? ২. যে বিষয়টি সিপিএম বাজারে ছেড়েছে, যার ভরসায় বাম-রাম তো! তারা একটি মেল-কে ব্যবহার করছে, তাতে নাকি অক্সফোর্ড সফর কেউ জানে না তারা জানিয়ে দিয়েছে। মেলটি ইংরেজি-তে লেখা। প্রাথমিক শিক্ষায় যে-সময় ইংরেজিটা তুলে দেওয়া হয়েছিল তখনকার পড়ুয়ারা এটা পড়ছেন কিনা জানি না। তবে মেলটিতে পরিষ্কার দেখা যাচ্ছে, এলিজাবেথ বডফ্রায়েড বলে যিনি লিখছেন, তথাকথিত এক আরটিআই কর্মীকে যে, অক্সফোর্ডের যে বিভাগগুলি আছে তাদের প্রোগামের সেন্ট্রাল লগ ওঁরা মেনটেইন করেন না। তাই তাঁরা এই বিষয়টি বলতে পারছেন না। তার মানে কি এটা দাঁড়ায় যে তাঁদের কোনও সমিতি, কোনও বিশ্ববিদ্যালয় মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ করেনি? ফলে সিপিএম এবং বিজেপি একটি বিকৃত প্রচারের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রীর বিদেশ সফরের পদক্ষেপ কলুষিত করার চেষ্টা করছে। এবং তারা যেহেতু বাংলার ভাল দেখতে পারে না তাই যতরকমের চতুর্থ শ্রেণির কুৎসা অপপ্রচার করা যায় করছেন। সকলকে অনুরোধ করব ওঁরা যে মেলটা করেছেন দয়া করে সেটাই পড়ে দেখুন। সেখানে পরিষ্কার লেখা আছে।
আরও পড়ুন: সম্প্রীতি-শান্তি-ঐক্য নিয়েই বাংলা, ফুরফুরা শরিফে বার্তা মুখ্যমন্ত্রীর