দূষণ : কেন্দ্রের উপর দায় কোর্টের

Must read

প্রতিবেদন : বিশ্বের প্রথম ১০০টি দূষিত শহরের তালিকায় দিল্লি, মুম্বইয়ের মতো শহর ঠাঁই করে নিয়েছে। দূষিত ১০০টি শহরের তালিকায় ভারতেরই ১০টি শহর রয়েছে। এই দূষণের (Air pollution) প্রধান কারণ গাড়ির ধোঁয়া। তাই দূষণ (Air pollution) ঠেকাতে দেশের বিভিন্ন বড় শহরে কোনও একটি পরিবারে একটির বেশি গাড়ি রাখা যাবে না, এই আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। শুক্রবার ওই মামলাটি খারিজ করে দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ। আবেদনকারীর দূষণ সংক্রান্ত বক্তব্য মেনে নিয়েছে বেঞ্চ। কিন্তু প্রধান বিচারপতি বলেন, এটা একটি নীতির প্রশ্ন। নীতিগত বিষয়ে আদালত কখনওই সরকারকে নির্দেশ দিতে পারে না। শীর্ষ আদালতের এ দিনের সিদ্ধান্তের প্রেক্ষিতে পরিবেশ আন্দোলনের সঙ্গে যুক্ত অনেকেই মনে করছেন, আদালত বিষয়টি আদৌ যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখেনি। এর আগে দেশের বিভিন্ন হাইকোর্ট বড় শহরগুলিতে ১৫ বছরের পুরনো বাণিজ্যিক গাড়ি চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল, নিষেধাজ্ঞা জারি হয়েছিল বাজি বিক্রয়ের উপরেও।

আরও পড়ুন-একাধিক রাজ্যে তুষারপাত ও বৃষ্টির পূর্বাভাস মৌসম ভবনের

Latest article