কৈলাস মিশ্রর উদ্যোগে সরকারি জমি পুনরুদ্ধার

Must read

সংবাদদাতা, হাওড়া : হাওড়া সদর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কৈলাস মিশ্রের (Kailash Mishra) উদ্যোগে লিলুয়ায় সরকারি খাসজমি বেদখল হয়ে যাওয়া রুখল প্রশাসক। ভূমি রাজস্ব দফতরের আধিকারিকরা মঙ্গলবার এলাকায় গিয়ে সেই জমি পুনরুদ্ধার করলেন। সেখানে এই জমি পশ্চিমবঙ্গ সরকারের লিখে সাইনবোর্ডও টাঙিয়ে দিলেন তাঁরা। বালি পুর এলাকার ৩১ নম্বর ওয়ার্ডের মির পাড়ায় প্রায় সাড়ে ৩ বিঘা সরকারি জলা জমি ভরাট করা চলছিল। মিরপাড়া জলার মাঠ নামে ওই জমি ভরাটের খবর পেয়েই তা রুখতে উদ্যোগী হন যুব তৃণমূলের নেতা কৈলাস মিশ্র। তিনি হাওড়ার জেলাশাসক পি দিপাপ প্রিয়া ও নগরপাল প্রবীণ ত্রিপাঠীকে বিষয়টি জানান। পাশাপাশি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসেও এই ব্যাপারে অভিযোগ জানান কৈলাস (Kailash Mishra)। তারপরই নড়েচড়ে বসে প্রশাসন। এদিন ভূমি রাজস্ব দফতরের আধিকারিকরা ওই জমি সরেজমিনে খতিয়ে দেখতে যান। তাঁরা সেখানে মাপজোক করে এটি সরকারি জমি বলে উল্লেখ করে সাইনবোর্ড লাগিয়ে দেন। হাওড়া সদর যুব তৃণমূলের সভাপতি কৈলাস মিশ্র জানান, ‍‘‘সরকারি আধিকারিকদের তৎপরতাতেই জমি উদ্ধার সম্ভব হল। জেলাশাসক এবং নগরপালও এই বিষয়ে খুবই সাহায্য করেছেন।’’

আরও পড়ুন: স্পিকার নির্বাচনে অনিয়ম নিয়ে সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়

Latest article