ফল অনুমেয়, সবুজ আবিরের চাহিদা তুঙ্গে

পুরভোটের ফলপ্রকাশের আগেই জঙ্গিপুর শহরে ঢুকতে শুরু করেছে লরি লরি সবুজ আবির। কারণ বিক্রেতারা নিশ্চিত শহর সবুজ হয়ে ওঠা শুধু সময়ের অপেক্ষা।

Must read

কমল মজুমদার, জঙ্গিপুর : আজ জঙ্গিপুর পুরসভার ভোটগণনা। তা নিয়ে শহরের অলিগলি থেকে চায়ের দোকানে জোর চর্চা। কিন্তু প্রচারপর্ব থেকে শুরু করে ভোট ময়দানে বিরোধীদের আত্মসমর্পণ দেখে গেরুয়া আবিরে লগ্নি করে লোকসানের বোঝা বাড়াতে রাজি নন শহরের ব্যবসায়ীরা। কারণ বিধানসভায় প্রবল পদ্ম হাওয়ায় বস্তা বস্তা গেরুয়া আবির তুলে ফল ভুগেছেন অধিকাংশ ব্যবসায়ী। এখনও অনেক দোকানে ডাঁই হয়ে পড়ে সেই গেরুয়া আবির। তাই পুরভোটে সেই রাস্তায় যাওয়ার কোনও প্রশ্নই নেই। পুরভোটের ফলপ্রকাশের আগেই জঙ্গিপুর শহরে ঢুকতে শুরু করেছে লরি লরি সবুজ আবির। কারণ বিক্রেতারা নিশ্চিত শহর সবুজ হয়ে ওঠা শুধু সময়ের অপেক্ষা।

আরও পড়ুন-সোনামুখীর তৃণমূল নেতৃত্ব এমন কথা নয় যা আঘাত দেবে

প্রচারের প্রথম দিন থেকেই জঙ্গিপুরে এগিয়ে ছিল শাসক দল। বিরোধীদের খুঁজেই পাওয়া যায়নি। বিজেপির এক নেতাও স্বীকারই করলেন, তৃণমূল কংগ্রেস বোর্ড গঠন করবে।
শহরের আবির-বিক্রেতা পরেশ পাল, সঞ্জয় দত্তরা বলেন, প্রচুর টাকার ক্ষতি হয়েছিল। এখনও প্রচুর গেরুয়া আবির পড়ে। গতবারের ভুল আর করতে চাই না। ফলাফল প্রকাশের আগেই স্পষ্ট সবুজ আবিরের বিপুল চাহিদা হবে। তাই প্রতিটি দোকানেই লরি লরি সবুজ আবির আসতে শুরু করেছে।

আরও পড়ুন-হামাগুড়ি দিয়ে পালানোর চেষ্টা করে বিফল কর্মসচিব

জঙ্গিপুরের বিধায়ক, প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন বলেন, আমাদের জয় নিশ্চিত। ফল বেরোনোর পর আবির খেলা হবে।

Latest article