প্রতিবেদন: উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের (HS Third Semester Result) ফলাফল প্রকাশের সম্ভাব্য দিন ঘোষণা করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বোর্ডের সভাপতি চিরঞ্জিব ভট্টাচার্য জানান, আগামী ৩১ অক্টোবর দ্বিতীয় সেমিস্টারের ফল ঘোষণা করা হতে পারে। এক্ষেত্রে পুরো বিষয়টাই হবে অনলাইনে। পরীক্ষার্থীরা কোন বিষয়ে কত নম্বর পেয়েছে এবং মোট নম্বর কত তা ওয়েবসাইটে পিডিএফ ফরম্যাটে দেওয়া থাকবে। মোট নম্বরের শতাংশের হার, বিষয় ভিত্তিক পার্সেন্টাইলও দেখতে পাবে তাঁরা। কখন, কী ভাবে ফল দেখা যাবে, তার বিস্তারিত তথ্য ২২ অক্টোবর জানাবে সংসদ। চূড়ান্ত মেধা তালিকা উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় পর্বের পরই দেওয়া হবে। এমনকি মার্কশিটের হার্ডকপিও তারা তখনই হাতে পাবে। এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ৬ লক্ষ ৬০ হাজার ৪৪৩ জন পরীক্ষার্থী (HS Third Semester Result)। পরীক্ষা শেষ হওয়ার ৩৯ দিনের মাথায় ফল প্রকাশ করা হবে।