প্রতিবেদন : লোকসভা নির্বাচনের আগে রাজ্যের চুক্তিভিত্তিক কর্মীদের অবসরকালীন ভাতা বৃদ্ধি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের ভাতা বাড়ানোর কথা জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের অবসরকালীন এককালীন অনুদান বাড়িয়ে করা হল পাঁচ লাখ। বৃহস্পতিবার এই সংক্রান্ত এক নির্দেশিকাও জারি করেছে রাজ্যের অর্থদফতর। সেই নির্দেশিকায় জানানো হয়েছে, এপ্রিল মাসের ১ তারিখ থেকে এই বর্ধিত অনুদান কার্যকর হবে।
আরও পড়ুন-শুক্রে বিধানসভায় বিশেষ অধিবেশন, কাটতে চলেছে দুই বিধায়কের শপথ-জট?
এদিন এক্স হ্যান্ডেলে ব্রাত্য বসু জানান, পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয়ের শিক্ষাবিভাগের অধীন সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের জন্য সুখবর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই বছরের ১ এপ্রিল থেকে তাঁদের অবসরকালের এককালীন ভাতার পরিমাণ বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হল। এই সুবিধে প্যারাটিচার, অ্যাকাডেমিক সুপারভাইজার, চুক্তিভিত্তিক উচ্চমাধ্যমিক শিক্ষক এবং এসএসকে, এমএসকে-এর শিক্ষাকর্মীরাও পাবেন। প্রসঙ্গত, এতদিন এই কর্মীরা দু লাখ থেকে তিন লাখ টাকা পেতেন অবসরকালে এককালীন ভাতা হিসেবে। সেই টাকার পরিমাণ বৃদ্ধি করে পাঁচ লাখ টাকা করা হল। মা-মাটি-মানুষের সরকারের লক্ষ্যই হল, বাংলার মানুষের সার্বিক উন্নয়ন। কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার নিরলসভাবে কাজ করে চলেছে।