অবসর? অতদূর ভাবিনি : রোহিত

চর্চা এই কারণেও যে, ভারত অধিনায়কের ৩৭ চলছে। বাকি দুই ফর্ম্যাটে আর কতদিন চালিয়ে যাবেন? বিশেষ করে ৫০ ওভারের ক্রিকেটে?

Must read

মুম্বই, ১৫ জুলাই : ছুটির মুডে আছেন। সেন্টার কোর্টে উইম্বলডন দেখলেন। তারপর প্রোমোশনাল কাজে এখন আমেরিকায়। কিন্তু টি-২০ থেকে অবসরের পর রোহিত শর্মাকে ঘিরে জনমানসে চর্চা চলছেই। চর্চা সাদা বলের ক্রিকেট নিয়ে। চর্চা এই কারণেও যে, ভারত অধিনায়কের ৩৭ চলছে। বাকি দুই ফর্ম্যাটে আর কতদিন চালিয়ে যাবেন? বিশেষ করে ৫০ ওভারের ক্রিকেটে?

আরও পড়ুন-একুশের কাউন্ট-ডাউন শুরু: ঐতিহ্য মেনেই শহিদ দিবসের খুঁটিপুজো, কিছু পরিবর্তন মঞ্চে

এই চর্চার মধ্যেই রোহিত কিন্তু অবসর নিয়ে মুখ খুললেন। কিন্তু তাতে পরিষ্কার হল না তিনি কী চান। আমেরিকার ডালাসে একটি প্রোমোশনাল ইভেন্টে এই অবসর নিয়েই প্রশ্নের মুখে পড়তে হয়েছিল ভারত অধিনায়ককে। আর তাতে তিনি বলে দিলেন, তিনি বেশিদূর ভাবার লেক নন। তবে এটা পরিষ্কার, তাঁকে আরও কিছুদিন খেলতে দেখা যাবে।
বার্বাডোজে টি-২০ বিশ্বকাপ জয়ের পরই ভারতীয় ক্রিকেটে বেশ কিছু পরিবর্তন ঘটেছে। রোহিত, বিরাট ও রবীন্দ্র জাদেজা টি-২০ ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। কোচ রাহুল দ্রাবিড়ের জায়গায় এসেছেন গৌতম গম্ভীর। যিনি শ্রীলঙ্কা সফর দিয়ে কোচিং জীবন শুরু করবেন। আর যা পরিস্থিতি তাতে, শ্রীলঙ্কায় একদিনের তিনটি ম্যাচেও হয়তো দেখা যাবে না রোহিত-বিরাটকে। বোর্ড সচিব অবশ্য ইতিমধ্যেই রোহিতকে সাদা বলের চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের অধিনায়ক ঘোষণা করে দিয়েছেন। তবু তাতে হিটম্যানের সাদা বলের ভবিষ্যৎ নিয়ে চর্চা থামেনি। ফলে সাত সমুদ্র তেরো নদীর পারেও তাঁকে এটা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে। কিন্তু তিনি বাইশ গজে বাউন্সার এড়ানোর মতোই অডিয়েন্সের প্রশ্ন এড়িয়ে যান।

আরও পড়ুন-এবার ইমরানের দল পিটিআই-কে নিষিদ্ধ করতে মাঠে নেমেছে পাক সরকার!

অনুষ্ঠানে ঠিক কী বলেছেন ভারত অধিনায়ক? এটাই যে, আমি অতদূর ভাবিনি। তবে আপনারা আমাকে আরও কিছুদিন খেলতে দেখবেন। সোশ্যাল মিডিয়ায় রোহিতের এই ভিডিও ভাইরাল হয়েছে। বিশ্বকাপ জেতার পর রোহিত বলেছিলেন, এটাই আমার শেষ টি-২০ ম্যাচ। এই ফরম্যাটকে বিদায় জানানোর এর থেকে ভাল সময় আর হয় না। আমি প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। এই ফর্ম্যাট দিয়েই আমি ভারতের হয়ে খেলা শুরু করেছিলাম। আমি এই কাপ ভীষণভাবে জিততে চেয়েছিলাম। এখন ভাষা হারিয়ে ফেলেছি। আমার জন্য এটা আবেগের মুহূর্ত। এই কাপ জিততে মরিয়া ছিলাম। খুব খুশি যে সেটা পেরেছি।
১৫৯টি টি-২০ ম্যাচে রোহিতের রান ৪২৩১। এই ফর্ম্যাটে তিনি সবথেকে বেশি পাঁচটি সেঞ্চুরি করেছেন। কিন্তু টি-২০ থেকে অবসরের পর সাদা বলে তাঁর জন্য পড়ে রয়েছে শুধু একদিনের ম্যাচ। তবে ভক্তদের আশ্বস্ত করে মার্কিন মুলুকে গিয়ে হিটম্যান এটা অন্তত বলেছেন, এখনই অতদূর ভাবছেন না।

Latest article