যৌন-কেলেঙ্কারিতে অভিযুক্ত রেভান্নার ৬ জুন পর্যন্ত হেফাজত

Must read

দেশে ফেরামাত্রই গ্রেফতার করা হল প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার নাতি যৌন-কেলেঙ্কারিতে অভিযুক্ত প্রজ্জ্বল রেভান্নাকে (Prajwal Revanna)। বৃহস্পতিবার গভীর রাতে জার্মানি থেকে বেঙ্গালুরু বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গেই রেভান্নাকে ঘিরে ধরে কর্নাটক সরকার নিযুক্ত বিশেষ তদন্তকারী দলের ৩ মহিলা পুলিশ আধিকারিক। রাত ১২টা ৪৫ মিনিট নাগাদ জেডিএস-এর বিদায়ী সাংসদ প্রজ্জ্বলকে (Prajwal Revanna) ক্যাম্পেগৌড়া বিমানবন্দর থেকে সরাসরি হেফাজতে নেয় পুলিশ। ৬ জুন পর্যন্ত দেবেগৌড়া-পৌত্রকে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। বিশেষজ্ঞদের মতে, নারীনির্যাতনের বিরুদ্ধে কড়া বার্তা দিতেই মহিলা পুলিশ আধিকারিকদের দিয়ে দেবেগৌড়ার নাতিকে গ্রেফতার করিয়ে কড়া বার্তা দিলেন রাজ্যের কংগ্রেস মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। গ্রেফতারের পরে ধৃতকে স্বাস্থ্যপরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় শহরের একটি হাসপাতালে। পরীক্ষা করা হয় তাঁর যৌনক্ষমতা। তারপরে পেশ করা হয় আদালতে। ৬ জুন পর্যন্ত তাঁকে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এদিকে প্রজ্জ্বলের বাবা এইচ ডি রেভান্নার জামিনকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে সিট। প্রজ্জ্বলের মা ভবানী রেভান্নাকেও ১ জুন হাজিরার নোটিশ দিয়েছে সিট। লক্ষণীয়, পরিবারের মহিলাকর্মীকে তাঁর যৌনহেনস্থার ভিডিও প্রকাশ্যে আসামাত্রই হাসান কেন্দ্রে বিজেপি সমর্থিত জেডিএস প্রার্থী প্রজ্জ্বল (Prajwal Revanna) ফেরার হন জার্মানিতে। কর্নাটক সরকারের অনুরোধে তাঁকে দেশে ফেরাতে ব্লু-কর্নার নোটিশ জারি করে কেন্দ্র।

আরও পড়ুন-মানুষ বঞ্চনার জবাব দেবেন, ভোট দিয়ে বললেন অভিষেক

Latest article