প্রতিবেদন : তৃণমূলের কৃষ্ণনগরের প্রার্থী মহুয়া মৈত্রকে ভয় পেয়েছে বিজেপি এবং প্রধানমন্ত্রী। মিথ্যা অভিযোগ তুলে, আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে তৃণমূল ভয়ে ভীত মহুয়াকে লোকসভা থেকে বহিষ্কার করা হয়। তার কারণ, মহুয়া বিজেপির দুর্নীতি নিয়ে লোকসভায় প্রশ্ন তুলছিলেন। আদানি থেকে নীরব মোদিদের প্রশ্নে জেরবার হচ্ছিল বিজেপি। মহুয়া কৃষ্ণনগরের প্রার্থী হতেই রাতের ঘুম ছুটেছে বিজেপির।
আরও পড়ুন-প্রচারের অভিমুখ বেঁধে দিলেন অভিষেক
মহুয়া যখন মাঠে-ঘাটে প্রচার করছেন, তখন তাঁর বাড়িতে সিবিআই পাঠিয়ে দেওয়া হয়েছে। এখানেই শেষ নয়, প্রধানমন্ত্রী কৃষ্ণনগরের প্রার্থীর সঙ্গে কথা বলার পরেই ইডির সমন গিয়েছে মহুয়ার কাছে। এবং কতখানি প্রতিহিংসা! মহুয়াকে দিল্লিতে ডাকা হয়েছে। যদি ডাকতেই হত তাহলে কলকাতায় ডাকা যেত। পরিস্কার তৃণমূলই এখন গলার কাঁটা বিজেপির। তৃণমূল কংগ্রেস স্পষ্ট বলেছে, মহুয়ার পাশে দল ছিল, থাকবে। আর ইডির বাজেয়াপ্ত টাকা ফেরত দেওয়ার ভাঁওতাবাজি সত্ত্বেও কৃষ্ণনগের ড্যাং ড্যাং করে জিতবেন মহুয়া মৈত্র। আর যদি চক্রান্ত করে মহুয়াকে চার দেওয়ালের মধ্যে বেঁধে রাখা হয় তাহলে জামানত বাজেয়াপ্ত না হয় রাজপরিবারের প্রার্থীর।