সংবাদদাতা, শিলিগুড়ি : পর্যটকেদের মনোরঞ্জনের জন্য শিলিগুড়ির (Siliguri)বেঙ্গল সাফারিতে এসেছে অনেক নতুন অতিথি। স্বাভাবিকভাবেই ভিড় বাড়ছে। এর ফলে চলতি বছরের প্রথমার্ধেই আয় হয়েছে ৯ কোটি। যা রেকর্ড বলা যায়। বৃহস্পতিবার বেঙ্গল সাফারি পার্ক পরিদর্শনে এসে এমনটাই জানালেন মন্ত্রী বীরবাহা হাঁসদা। বীরবাহা বলেন, গতবছর আয় ছিল ৭ কোটি, এবার বেড়ে ৯ কোটিতে দাঁড়িয়েছে। যা সত্যিই আনন্দের। সাফারিতে আরও পর্যটক টানতে একাধিক পরিকল্পনার কথা ঘোষণা করেন তিনি।
আরও পড়ুন-ভীত বিজেপিই, অঙ্ক কষে যোগীকে নিশানা দেবাংশুর
মন্ত্রী বলেন, হাতিরা লোকালয়ে চলে আসছে। তাদের জঙ্গলে ফেরাতে তৎপর রয়েছেন বনকর্মীরা। জঙ্গলে তাদের শান্তিতে থাকতে দিলেই, তাদের পিঠে চড়ে জঙ্গল দেখা যাবে। মানুষকে সচেতন হতে হবে। তিনি বলেন, জঙ্গলে আগুন কীভাবে লাগছে তার জন্য নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষকেও সজাগ থাকতে হবে। ১১ মাস আগে সুরজ ও তনয়া দম্পতির শাবকের জন্ম হয়েছে। তার আগমনে খুশি কর্তৃপক্ষ।