হঠাৎ করেই গ্রীষ্মের শুরুতে বঙ্গোপসাগরের (Bay of Bengal) উপর একটি বিপরীত ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। রাজ্যের উপর দিয়ে একটি উচ্চচাপ অক্ষরেখা পার করছে। এই দুটি ঘটনার ফলে উত্তর-পশ্চিমী বাতাস জোরালোভাবে প্রবেশ করছে রাজ্যে। বৃহস্পতিতে হঠাৎ তাপমাত্রা কিছুটা পড়ে গিয়েছিল। যদিও আজ থেকে আবার পারদ চড়বে বাংলায়। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি নীচে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। কলকাতার বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯০ শতাংশের কাছাকাছি। বৃষ্টির সম্ভাবনা নেই।
আরও পড়ুন-এবার পাল্টে যাচ্ছে উচ্চমাধ্যমিকের সিলেবাস
গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস নীচে। গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম ছিল। কলকাতার বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল ৯১ শতাংশ এবং সর্বনিম্ন পরিমাণ ছিল ৪০ শতাংশ। আলিপুরে খুব অল্প বৃষ্টি হয়েছিল গতকাল। আজ দক্ষিণের জেলায় কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। আজ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, এবং নদিয়ার আবহাওয়া শুষ্ক থাকবে। যদিও উত্তরের পাহাড়ি এলাকায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। কালিম্পং এবং দার্জিলিঙে আজ বজ্রপাত সহ হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার আবহাওয়া আজ শুষ্ক থাকবে। ১৩ই মার্চ পর্যন্ত এমনি আবহাওয়া থাকবে উত্তরের জেলায়। আগামী ৯ এবং ১০ মার্চ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২০ এবং ২১ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। ১১ এবং ১২ মার্চ যথাক্রমে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১ এবং ২৩ ডিগ্রি থাকার সম্ভাবনা। ১৩ তারিখ সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে ২৪ ডিগ্রি সেলসিয়াস হতে পারে।