সংবাদদাতা, রায়গঞ্জ : বিভিন্ন সরকারি প্রকল্প ও উন্নয়নমূলক কাজের অগ্রগতি নিয়ে গোয়ালপোখরে হল পর্যলোচনা বৈঠক। মঙ্গলবার পঞ্চায়েত সমিতির সভাকক্ষে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী গোলাম রব্বানি, জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা, জেলা পরিষদ সভাধিপতি পম্পা পাল, বিধায়ক মিনহাজুল আরফিন আজাদ, পঞ্চায়েত সমিতির সভাপতি আনোয়ার আলম-সহ অন্যান্য আধিকারিকরা।
আরও পড়ুন-বিচারপতির সমস্ত রায় যাচাই করার দাবি, অনির্দিষ্টকাল ধর্মঘটের ডাক
রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ পরিষেবা, বিদ্যালয়, চিকিৎসা ব্যবস্থা-সহ একাধিক বিষয় নিয়ে এদিন আলোচনা করা হয়। আগামী দিনে আরও কী কী কাজের প্রয়োজন আছে নিয়েও আলোচনা হয়। ব্লকে শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত কিছু সমস্যা রয়েছে বলে জানান মন্ত্রী। তাই এই ব্লকে কলেজ স্থাপনের আবেদনও রাখা হয়। অপরদিকে বিধায়ক মিনহাজুল আরফিন আজাদ বলেন এখানকার স্বাস্থ্যকেন্দ্রে ৩০টি বেডের ব্যবস্থা করা হয়েছে। সেই অনুযায়ী এই মাসেই ৫ জন চিকিৎসকের আবেদন করা হয়েছে। জেলাশাসক সুরেন্দ্রকুমার মিনা-সহ আধিকারিকেরা ঘুরে দেখেন ব্লক স্বাস্থ্যকেন্দ্র।