এক অন্যরকম ধারাবাহিক ‘চিরসখা’ (Chirosokha)। নির্ভেজাল সম্পর্কের গল্প। এমন এক সম্পর্ক, যেটা রক্তের নয়, যার কোনও নাম নেই। না-বলা সম্পর্ক বলা যেতে পারে। এই ধারাবাহিকের হাত ধরে প্রথমবার জুটি বাঁধলেন অপরাজিতা ঘোষ দাস ও সুদীপ মুখোপাধ্যায়। স্বামীহারা এক স্ত্রী, মায়ের জীবনেও যে কিছু না বলা সম্পর্ক থাকতে পারে, সেই গল্পই যেন বুনেছেন লীনা গঙ্গোপাধ্যায়। তাঁর নতুন মেগার অপেক্ষা চলছিল বহুদিন ধরেই। এতদিন পর এল দর্শকের দরবারে।
এই ধারাবাহিকের গল্প অনুসারে নায়িকা বিধবা। তাঁর বড় বড় ছেলে-মেয়ে রয়েছে। গল্পের যিনি নায়ক, তিনি সম্পর্কে নায়িকার নতুন ঠাকুরপো। আদতে নায়িকার স্বামীর বন্ধু ছিলেন। স্বামীর মৃত্যুর পর এই বন্ধুই তাঁদের গোটা পরিবারকে আগলে রেখেছেন। তাঁর থেকে বড় আপন নায়িকা ও তাঁর ছেলেমেয়েদের আর কেউ নেই। যদিও এই সম্পর্কের কোনও নাম নেই।
প্রোমো মুক্তি থেকেই তৈরি হয়েছিল আগ্রহ। একটি দৃশ্যে দেখা গেল, অধরা মাধুরী নামের বাড়িতে প্রবেশ করছেন পাত্রপক্ষের বাড়ির লোকেরা। বাড়ির মেয়ের জন্য সম্বন্ধ দেখতে এসেছেন তাঁরা। রান্নাঘরে চা বানাতে ব্যস্ত অপরাজিতা। তাঁর গায়ে সাদা রঙের খাদির শাড়ি, তাতে কালো রঙের পাড়। চোখে মোটা ফ্রেমের চশমা, কপালে কালো টিপ। গলায় সোনার সরু চেন। পাত্রপক্ষের বাড়ির লোকেদের সাদরে অভ্যর্থনা জানালেন সুদীপ। নিজের পরিচয় দিয়ে বললেন, ‘‘নমস্কার, আমি স্বতন্ত্র বোস। আমি সম্পর্কে বুবলাইদের কাকা হই।’’ আর তখনই উলটো দিক থেকে বাঁকা প্রশ্ন উড়ে আসে, ‘‘আপনি ঠিক কীরকম কাকা হন?’’ উত্তর দিতে পারেন না সুদীপ। চুপ করে যান। এগিয়ে আসেন অপরাজিতা, জবাব দেন, ‘‘আমার স্বামীর বন্ধু ছিলেন তিনি।’’ এরপর ‘‘ও, নিজের কেউ নয়?’’— প্রশ্নে ফের জবাব দেন অপরাজিতা, ‘‘নিজের লোকের থেকেও অনেক বেশি। আমার স্বামীর মৃত্যুর পর, নিজের কোনও লোককে পাশে পাইনি কিন্তু। ওঁর চেয়ে বেশি নিজের লোক আমাদের আর কেউ নেই।’’
ধারাবাহিকে লেগেছে রাবীন্দ্রিক ছোঁয়া। ব্যবহার করা হয়েছে কবিগুরুর ‘চিরসখা হে’ গানটি। বৌঠান এবং নতুন ঠাকুরপোর সম্পর্কের মধ্যেও কেমন যেন এক চেনা গন্ধ লেগে রয়েছে।
আরও পড়ুন-মৃত কুম্ভের মেলায় বিজ্ঞাপনের মারণ বীজ বনাম গঙ্গাসাগর মেলায় আতিথেয়তার নম্র বিচ্ছুরণ
ম্যাজিক মোমেন্টস নিবেদিত এই ধারাবাহিকে পরিণত বয়সের পাশাপাশি অসমবয়সি প্রেমের গল্প ফুটে উঠছে। ‘এখানে আকাশ নীল’, ‘একদিন প্রতিদিন’, ‘কুসুম দোলা’, ‘কোজাগরী’-সহ একসময় বহু সুপার হিট সিরিয়ালের অন্যতম অভিনেত্রী ছিলেন অপরাজিতা ঘোষ দাস। ‘চিরসখা’য় নিজের চরিত্র সম্পর্কে বলেন, ‘‘আমাদের চারপাশে কিন্তু এইরকম চরিত্র রয়েছে। তাঁদের নিয়েও আমরা অনেক সময় হয়তো কথা বলি। দৈনন্দিন জীবনে আমি যেরকম মানুষ, এই চরিত্রটা সম্পূর্ণ তার বিপরীত। তাই এই চরিত্রটাকে ফুটিয়ে তোলা খুবই চ্যালেঞ্জিং। স্ক্রিপ্ট শোনামাত্র রাজি হয়ে যাই। এইরকম একটা চরিত্রে কাজের সুযোগ পেয়ে আমি আপ্লুত। চেষ্টা করছি নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে।’’ জুটি সম্পর্কে তিনি বলেন, ‘‘আমি একজন অভিনেত্রী। কোনও কাজ করার সময় আমি জুটির কথা ভাবি না। চরিত্র আমার কাছে গুরুত্বপূর্ণ। দর্শক জুটি হিসেবে দেখতে হয়তো ভালবাসে। আমি যখন কোনও চরিত্রে হ্যাঁ বলি, তখন কিন্তু জুটির কথা ভাবি না। নিজেকে আরও ভালভাবে দর্শকের সামনে মেলে ধরার চেষ্টা করে যাই। জুটিকে দর্শক পছন্দ করছে সেটা খুব ভাল, কিন্তু, আমি চাইব আমার ব্যক্তিগত কাজ যেন দর্শক পছন্দ করেন। ইন্ডাস্ট্রিতে ২০ বছর কাজ করছি। প্রথম ১০ বছরে সিরিয়ালের ক্ষেত্রে এই জুটি শব্দটা শুনিনি।’’
সুদীপ মুখোপাধ্যায়কে ‘রোশনাই’ ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে। অভিনয় করেছেন আরও অনেক ধারাবাহিকে। বিভিন্ন ধরনের চরিত্রে। ‘চিরসখা’ (Chirosokha) সম্পর্কে তিনি বলেন, ‘‘বেশির ভাগ মানুষের জীবনেই হয়তো এইরকম সম্পর্ক থাকে। সেগুলো সম্পূর্ণ স্বার্থহীন। একে অপরের প্রয়োজনে ঝাঁপিয়ে পড়েন। কিন্তু, আজকের সমাজ অনেক সম্পর্ককেই দাগিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু, মানুষের যদি সুন্দর হৃদয় হয় তাহলেই সব সম্পর্ক সুন্দর।’’ ধারাবাহিকের জটিলতা সম্পর্কে তিনি বলেন, ‘‘এই ধারাবাহিকের জটিলতা সম্পূর্ণ অন্যরকম। আসলে সিরিয়াল কিন্তু সম্পর্ক নির্ভরই। শুধু সিরিয়াল কেন, মানুষের জীবনও তো সম্পর্ককে কেন্দ্র করেই। আমরা সব সম্পর্কের একটা নাম দেওয়ার চেষ্টা করি। কিন্তু, অনেক সময় এমন কিছু সম্পর্ক তৈরি হয়, যার কোনও নাম হয় না। সেটা হতে পারে বন্ধুত্বের সম্পর্ক বা শ্রদ্ধার সম্পর্ক। ধারাবাহিকটি সেইরকমই একটা সম্পর্কের গল্প বলছে। আমরা আসলে সম্পর্ককে নামাঙ্কিত করতে ভালবাসি। বাবা-মা, ভাই-বোন, প্রেমিক-প্রেমিকা, স্বামী-স্ত্রী, মা-মেয়ে এইরকম। এর বাইরে হয়তো এমন কোনও সম্পর্ক গড়ে উঠছে, যার নাম নেই। সে হয়তো শুধুই একজন শুভানুধ্যায়ী।’’
অপরাজিতা-সুদীপের পাশাপাশি এই ধারাবাহিকে অভিনয় করছেন ফাল্গুনী চট্টোপাধ্যায়, অনসূয়া মজুমদার, লাভলি মৈত্র, রেশমি সেন, চন্দন সেন, ঐশী ভট্টাচার্য, রাজন্যা মিত্র, দিগন্ত বাগচি, দীপান্বিতা হাজারি, মালবিকা সেন, রাজা গোস্বামী প্রমুখ। সম্প্রচার শুরু হয়েছে ২৭ জানুয়ারি। স্টার জলসা এবং ডিজনি প্লাস হটস্টারের পর্দায়। সোম থেকে রবিবার দেখা যাচ্ছে রাত ৯টায়।