দুলর্ভপ্রসাদ কি দুসরি শাদি

আজ মুক্তি পেল মহিমা চৌধুরী এবং সঞ্জয় মিশ্রের রোম্যান্টিক কমেডি ছবি ‘দুলর্ভপ্রসাদ কি দুসরি শাদি’। পরিচালক সিদ্ধান্ত রাজ সিং। প্রযোজনায় একশা এনটারটেইনমেন্ট। শীতের আমেজে ভিন্ন স্বাদের এই ছবি দেখতে হলমুখী দর্শক। লিখলেন শর্মিষ্ঠা ঘোষ চক্রবর্তী

Must read

আজ মুক্তি পেল পরিচালক সিদ্ধান্ত রাজ সিং-এর ছবি রোম্যান্টিক কমেডি ড্রামা ‘দুর্লভপ্রসাদ কি দুসরি শাদি’ (Durlabh Prasad Ki Dusri Shaadi)। একদম ভিন্নধর্মী এক গল্প এবং তার চরিত্রায়ণ। দারুণ পটভূমি। বলিষ্ঠ অভিনেতা-অভিনেত্রীদের সমন্বয়ে এক মজার এবং গভীর মনস্তত্ত্বের ছবি।
কে এই দুর্লভপ্রসাদ? কেনই বা তার বিয়ে নিয়ে এত হুলস্থুল। বেনারসের পটভূমিকায় তৈরি কমেডি ঘরানার এই ছবির ট্রেলার দেখেই দুর্লভপ্রসাদ (Durlabh Prasad Ki Dusri Shaadi) সম্পর্কে খানিক ধারণা আগেই পেয়ে গিয়েছিলেন দর্শক। গল্পটা হল ছেলে তার হবু শ্বশুরবাড়ির তরফের এক অদ্ভুত শর্ত পূরণ করার জন্য বাবাকে পূনর্বিবাহে রাজি করায়। মেয়ের বাড়ির যুক্তি হল যে বাড়িতে কোনও মহিলা নেই সেই বাড়িতে তাদের মেয়েকে বিয়ে দিলে সেই মেয়ে সুখী হবে না তাই তারা তেমন পরিবারে মেয়ে বিয়ে দেবে ছেলের প্রেম, বিয়ে দুই-ই ভেস্তে যাবার আগে বাবাকে বিয়ে করে নতুন গৃহিণী আনতেই হবে। কিন্তু এই বয়সে এসে পাত্রী পাবেন কোথায় থেকে দুর্লভপ্রসাদ!
কেনই-বা দুর্লভের মতো একজন মানুষকে বিয়ে করতে চাইবেন কোনও মেয়ে!
আদ্যোপান্ত হাসির, মজার একটা ছবি যে ছবির সংলাপগুলোও খুব মজার। হাসতে হাসতে পেটে খিল ধরে যেতে পারে।
বেশ কয়েক বছর যাবৎ বলিউডে ভিন্নধর্মী ছবি তৈরির একটা ট্রেন্ড এসছে। যে-সব প্লটে আগে কখনও ছবি তৈরি হয়নি। প্রতিযোগিতার দৌড়ে কে কত মৌলিক গল্প দিতে পারে এখন তারই প্রদর্শন সর্বত্র। ‘দুর্লভপ্রসাদ কি দুসরি শাদি’ ঠিক তেমনই একটা প্লট। দর্শক এমন ছবি দেখেননি হলফ করে বলা যায়।

আরও পড়ুন-মাঝআকাশে টায়ার ফেটে কোচিতে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার বিমানের

মুখ্য ভূমিকায় বলিষ্ঠ অভিনেতা সঞ্জয় মিশ্র এবং মহিমা চৌধুরী। এছাড়া রয়েছেন পলক লালবাণী, প্রবীণ সিং সিসোদিয়া, শ্রীকান্ত বর্মা প্রমুখ। সঞ্জয় মিশ্রকে বেশ অন্যধরনের একটা চরিত্রে দেখবেন দর্শক। এই ছবিতে আবার কামব্যাক করছেন অভিনেত্রী মহিমা চৌধুরী। ১৯৯৯ সালে অজয় দেবগণের বিপরীতে, ‘দিল কেয়া করে’ ছবির শ্যুটিং চলাকালীন এক দুর্ঘটনায়, মহিমার মুখে ঢুকে যায় ৬৭টি কাচের টুকরো। সেই দুর্ঘটনার পর মুখ এতটাই ফুলে গিয়েছিল, যে তাঁকে চিনতে পারা যেত না। এক বছরের বেশি তিনি বাড়িতেই বন্দি ছিলেন এবং সেই সময় শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। কিন্তু হার মানেননি। ধীরে ধীরে কাজে ফেরেন মহিমা। শেষবার তাঁকে দেখা গিয়েছিল নেটফ্লিক্সের ছবি ‘নাদানিয়া’তে। আজ বড়পর্দায় মুক্তি পাচ্ছে তাঁর নতুন ছবি ‘দুর্লভপ্রসাদ কি দুসরি শাদি’। একসা এন্টারটেনমেন্টের ব্যানারে এই ছবির নির্মাতা একাংশ বচ্চন এবং হর্ষা বচ্চন। সহ-নির্মাতা রমিত ঠাকুর। গল্প এবং চিত্রনাট্য লিখেছেন প্রশান্ত সিং, সংলাপ লিখেছেন আদেশ কে অর্জুন।

Latest article