পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের ‘রঘু ডাকাত’ (raghu dakat) দেখতে বসলে মনে হবে যেন কোন ধুন্ধুমার, মারকাটারি অ্যাকশন প্যাকড জমজমাট দক্ষিণী ছবি দেখছি! অ্যাকশন-প্রেমী জেন-আলফা কী বলবে জানি না, পেটরোগা ভেতো বাঙালির হজম করা একটু অস্বস্তিরই বটে। এতটা ভায়োলেন্স বাংলা ছবিতে আগে দেখেছি বলে মনে পড়ছে না। আজ থেকে প্রায় দুশো বছর আগে অষ্টাদশ শতাব্দীতে ব্রিটিশ শাসনাধীন ভারতের বাংলায় নীলকর সাহেব এবং জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন রঘু ঘোষ। বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে হয়েছিলেন ‘রঘু ডাকাত’। গড়ে তুলেছিলেন দুর্ধর্ষ লাঠিয়াল বাহিনী। রুদ্রপুরের অত্যাচারী জমিদার অহীন্দ্র বর্মন আর নীলকর সাহেব ডানকান ও ফার্গুসেন সাহেবের বিরুদ্ধে ময়নাঝোরার রাজা বাংলার দোর্দণ্ডপ্রতাপ সেই রঘু ডাকাতের জেহাদ এই গল্পের বিষয়। সেই জেহাদের অনুপ্রেরণা ছিল বাংলা হতদরিদ্র চাষীরা। এককথায় রঘু ছিলেন বাংলার রবিনহুড। ইংরেজ তোষণকারী বাংলার জমিদার এবং নীলকর সাহেবদের বিরুদ্ধে রঘুর প্রতিশোধের গল্পের বিষয়বস্তু আর ক্লাইম্যাক্স তোলা থাক দর্শকদের জন্য।
আরও পড়ুন-মণ্ডপের দেওয়ালে বন্দে মাতরম
আসি চরিত্র প্রসঙ্গে। কখনও তিরন্দাজের বেশে, কখনও খড়্গ বা বর্শা হাতে পাগড়ি পরা, কপালে পুরু সিঁদুরের প্রলেপ লাগানো আগুনচোখো রঘু ডাকাতের চরিত্রে দেব-এর লুক, সিক্স প্যাক, শরীরী ভাষা এবং প্রচণ্ড অ্যাকশনের এই ককটেল দেব-প্রেমীরা দারুণ উপভোগ করবেন। শুরুটা একটু ঢিমেতালের হলেও ছবি যত এগিয়েছে গতি পেয়েছে। চমকপ্রদ ভিজ্যুয়াল এফেক্টের ব্যবহার এ ছবির পাওনা। এছাড়াও সেট ডিজাইনিং থেকে শুরু করে সময়কে ধরা— সবক্ষেত্রে একটা বিগ বাজেটের ছবির মেকিং যেমন হওয়া উচিত এই ছবি তেমনই। লড়াই, প্রতিশোধ, হানাহানির এক রক্তক্ষয়ী ইতিহাসের গল্প ‘রঘু ডাকাত’ (raghu dakat)।
ছবিতে দেবকে কিছু কিছু ক্ষেত্রে ছাপিয়ে গেছেন সহ-অভিনেতারা। ক্রুর অত্যাচারী অহীন্দ্র বর্মনের চরিত্রে অনির্বাণ ভট্টাচার্য অনবদ্য, দুর্লভ রায়ের চরিত্রে ওম সাহানি দুর্দান্ত। এছাড়া সোহিনী সরকার যেমন অভিনয় করে থাকেন তেমনটাই। ছবিতে রঘু আর সৌদামিনীর রসায়ন উপভোগ্য। সৌদামিনীর চরিত্রে ইধিকা পাল যথাযথ। ছবির গানগুলো বেশ ভাল। আবহসঙ্গীতে রথিজিৎ ভট্টাচার্য। সঙ্গীতে নীলায়ন চট্টোপাধ্যায়, রথিজিৎ ভট্টাচার্য। সংলাপ সুগত গুহ। মেকাপ সোমদাথ কুণ্ডু। সৌমিক হালদারের সিনেমাটোগ্রাফি বেশ ভাল। সৃজনশীল পরিচালনায় দেব অধিকারী নিজে। প্রযোজনা এসভি এফ এন্টারটেইনমেন্ট ও দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার। পুজোর ছবি হিসেবে ‘রঘু ডাকাত’কে দশে পাঁচ দেওয়াই যায়।