রক্তবীজ ২

মুক্তি পেয়েছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘রক্তবীজ ২’। অনবদ্য ছবি। পুজোর সেরা উপহার। দেখে এসে লিখলেন অংশুমান চক্রবর্তী

Must read

নির্মেদ একটি থ্রিলার। পরিচ্ছন্ন। টানটান। ইমোশন আছে, রোমান্স আছে, সেইসঙ্গে ভরপুর অ্যাকশন। সমস্তকিছুই বাঁধা পড়েছে নির্ভেজাল বাঙালিয়ানার সুতোয়। আছে দুটি আইটেম নম্বর। এসেছে চিত্রনাট্যের দাবি মেনেই। অতিরিক্ত মনে হয় না। এইসব কিছু নিয়েই পুজোর মরশুমে দর্শকের দরবারে হাজির নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘রক্তবীজ ২’ (raktabeej 2)। ছবিটি ২০২৩-এ মুক্তিপ্রাপ্ত ‘রক্তবীজ’-এর সিকুয়েল। আগের ছবিটি বক্স অফিসে ঝড় তুলেছিল। ফলে প্রত্যাশা তৈরি হয়েছে দ্বিতীয় পর্ব ঘিরে।

প্রথম ছবির চিত্রনাট্যের রসদ জুগিয়েছিল বিস্ফোরণের ঘটনা। ভারতের রাষ্ট্রপতিকে হত্যার চক্রান্ত রচনা করে একটি জঙ্গিগোষ্ঠী। শেষপর্যন্ত কী ঘটে, দর্শকদের জানা। আলো ফেলা যাক সিকুয়েলের উপর।
এখানে ঘটনার স্রোত এগিয়েছে আগের সূত্র ধরেই। যদিও লক্ষ্য পরিবর্তিত। অপরাধী কে, শুরুতেই পরিষ্কার। তিনি কীভাবে লক্ষ্য পূরণে এগোন এবং আদৌও সফল হন কিনা, সেটাই জানান দিয়েছে ছবি। ধোঁয়াশা আছে। মুহূর্তে মুহূর্তে ঘটেছে বাঁকবদল। জেগেছে রোমাঞ্চ, শিহরন। ছড়িয়েছে শেষ মুহূর্তেও।
আইজি পঙ্কজ সিংহ, এসপি সংযুক্তা মিত্র, ইনস্পেকটর নিত্যানন্দ এবারেও আছেন। রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ছায়ায় অনিমেষ চট্টোপাধ্যায় কিংবা তাঁর বড়দি গৌরী দেবীও আছেন। তবে এবারের কাহিনির মূলে রয়েছেন মুনির আলম। তিনি ডাঃ রবি শুক্লার পরিচয়ে ঢুকে গেছেন রাষ্ট্রপতির বাড়ির অন্দরমহলে। ঠিক কী ঘটান, সেটা তোলা থাক দর্শকদের জন্য।

আরও পড়ুন-মণ্ডপের দেওয়ালে বন্দে মাতরম

ভারত ও বাংলাদেশের সম্পর্কের নানাদিক সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। দেখানো হয়েছে সৌহার্দ্য। বলা হয়েছে, জঙ্গিদের কোনও দেশ থাকে না। তাদের বিরুদ্ধে লড়তে হবে হাতে হাত রেখে। কাঁধে কাঁধ মিলিয়ে।
অভিনয় ছবির বড় সম্পদ। পঙ্কজ-চরিত্রে আবির চট্টোপাধ্যায়, সংযুক্তা-চরিত্রে মিমি চক্রবর্তী ফাটাফাটি কাজ করেছেন। নিত্যানন্দের চরিত্রে কাঞ্চন মল্লিক আগের মতোই যথাযথ। রাষ্ট্রপতি অনিমেষ চট্টোপাধ্যায়ের চরিত্রে ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের মার্জিত অভিনয় মন ছুঁয়ে গেছে। গৌরী দেবীর চরিত্রে অনসূয়া মজুমদার ঠিকঠাক। এসেছে কিছু নতুন চরিত্রও। বাংলাদেশের প্রধানমন্ত্রীর চরিত্রে সীমা বিশ্বাসের অভিনয় মনে রাখার মতো। আয়েশা চরিত্রে কৌশানী মুখোপাধ্যায় মানানসই। তবে সবাইকে ছাপিয়ে গেছেন অঙ্কুশ হাজরা। তিনিই এখানে মুনির আলম। কয়েকটি স্তর রয়েছে তাঁর চরিত্রে।

উইন্ডোজ প্রোডাকশন প্রযোজিত ছবিটির কাহিনি ও চিত্রনাট্য রচনা করেছেন জিনিয়া সেন। বনি চক্রবর্তী, অনুপম রায়, সুরজিৎ চট্টোপাধ্যায়, শিলাজিৎ মজুমদার সুরারোপিত গানগুলো পুজোয় মুখে মুখে ফিরবে। মাঝেমধ্যেই বাংলা ছবির পাশে দাঁড়ানোর আর্জি আসে। ‘রক্তবীজ ২’ (raktabeej 2) দেখার পর মনে হল, এমন ছবি তৈরি হলে আর্জি জানানোর দরকার নেই, এমনিতেই প্রেক্ষাগৃহে লাইন লাগাবেন দর্শকেরা। ছবিটি এককথায় অনবদ্য। চাহিদা পূরণে সফল। পুজোর সেরা উপহার। দশে সাড়ে সাত দিলাম। ‘রক্তবীজ ৩’ দেখতে চান? ধৈর্য ধরুন। সবুরে মেওয়া ফলে।

Latest article