সাইয়ারা

মোহিত সুরি পরিচালিত রোম্যান্টিক মিউজিক্যাল ড্রামা ‘সাইয়ারা’র বক্স অফিসে সুনামি। ভাসিয়ে নিয়ে গেল সবকিছু। চারদিনেই ১০০ কোটির গন্ডি টপকে গেছে এই ছবি। তৈরি করল নতুন মাইলফলক। নবাগত অনিত পাড্ডা এবং আহান পান্ডের প্রেমের রসায়নে মজলেন নেটিজেনরা। লিখছেন শর্মিষ্ঠা ঘোষ চক্রবর্তী

Must read

‘সাইয়ারা’ (Saiyaara)— ‘তারো মে এক তন্হা তারা, খুদ জ্বলকর যো রোশন করদে ইয়ে জগ সারা’
‘সাইয়ারা’ হল অনেক তারার মাঝে সেই একলা তারার গল্প যে আত্মত্যাগে অন্যের জীবনকে আলোকিত করে। মোহিত সুরি পরিচালিত ‘সাইয়ারা’ ছবিটি ইতিমধ্যেই বক্স অফিসে তুমুল হইচই ফেলে দিয়েছে। যশরাজ ফিল্মস-এর ব্যানারে তৈরি রোমান্টিক মিউজিক্যাল ড্রামা ‘সাইয়ারা’ এর মধ্যেই পার করে গেছে ১০০ কোটির ঘর। প্রথম দিনেই ‘সাইয়ারা’র আয় হয়েছিল ২১ কোটি। অন্যদিকে, দ্বিতীয় দিন অর্থাৎ শনিবার ২৬ কোটি টাকা সংগ্রহ করে প্রথম দিনের রেকর্ড ভেঙে দিয়েছে এই ছবি। তৃতীয় দিনে এই ছবির আয় হয়েছিল ৩৫.৭৫ কোটি টাকা। এইভাবে চারদিনেই টপকেছে ১০০ কোটির গন্ডি। অন্যদিকে, গ্লোবালি সিনেমার হিসাব দেখলে দেখা যাবে ‘সাইয়ারা’ ১১৯ কোটি আয় করে ফেলেছে মাত্র চার দিনে৷ ছবির মুখ্য ভূমিকায় দুই নবাগত আহান পান্ডে ও অনীত পাড্ডা। শুরু থেকেই হাইপড এই ছবি। বলিউডের তারকা থেকে প্রযোজক, পরিচালক, সমালোচক— সবাই প্রশংসায় পঞ্চমুখ। সিনেমার নির্মাতারা ইতিমধ্যেই হিস্টোরিক ওপেনিং হিসেবে শেয়ার করেছেন সিনেমার কালেকশনের আপডেট। এ বছর ভিকি কৌশল অভিনীত ‘ছাবা’ ৬০০ কোটি টাকা আয় করে রেকর্ড গড়েছে। এমন পরিস্থিতিতে ‘সাইয়ারা’ সেই সংখ্যা পেরিয়ে যাবে বলেই মনে করা হচ্ছে।

অনেকদিন পর একটা প্রেমের ছবি নিয়ে ভীষণ চর্চা। প্রেম-ঝড় তুলেছে। বক্স অফিসে সুনামি ‘সাইয়ারা’ (Saiyaara)। থ্রিলার, হরর-এর যুগে সেই আবার তীব্র প্রেম আর প্যাশনের জয়। ইদানীং ছবি দেখতে বসলে বিনোদন উপভোগ করার চেয়ে বেশি নিজের বুদ্ধিমত্তার প্রমাণ দিতে হয়। তেমন নির্ভেজাল, নিটোল প্রেমের ছবি আর কোথায় হয়! ‘কয়ামত সে কয়ামত তক’, ‘ম্যায়নে পেয়ার কিয়া’র সেই নিষ্পাপ প্রেম, যন্ত্রণা, আকুলতার সরল ছবি আর কোথায়! যে ছবি দেখে, যে ছবির গান শুনে মনে হবেই যেন প্রেম চিরন্তন আর সবার মধ্যে কোথাও একটা প্রেমিক মন লুকিয়ে আছে। হার্ডকোর ছবির যুগে সেই ম্যাজিকটাই আবার ফিরিয়ে আনল ‘সাইয়ারা’। ‘কয়ামত সে কয়ামত তক’ আর ‘ম্যায়নে পেয়ার কিয়া’র মতোই প্রেমের নতুন মাইলফলক তৈরি করল এই ছবি। প্রেম, প্রেম আর প্রেম। কিন্তু এই প্রেম আঁকড়ে ধরার নয় বরং ভালবেসে অন্যের স্বপ্নকে পূর্ণতা দেবার, ত্যাগের, আবার পূর্ণতা পেয়ে নতুন করে এক হবার। এই প্রেমকাহিনি সবার আগে নিজেকে ভালবাসার তারপর পরস্পরকে। এটাই এই ছবির আসল ম্যাজিক।

আরও পড়ুন: মেলবোর্নে স্বামীনারায়ণ মন্দিরে হামলা, দেওয়ালে বর্ণবিদ্বেষমূলক গ্রাফিতি

একটি ছন্নছাড়া, বেপরোয়া রাগী ছেলের সঙ্গে শান্ত, মিষ্টি, সমঝদার মেয়ের প্রেমের গল্প ‘সাইয়ারা’ (Saiyaara)। ঠিক ‘কবীর সিং’ মার্কা রাগী, বেপরোয়া নায়ক নয় ‘সাইয়ারা’র নায়ক কৃষ কাপুর। যে তাঁর প্রেমিকাকে মেন্টাল ট্রমা দেয়। এই নায়ক অন্যকথা বলে, নায়িকাও। কৃষ মদ্যপ, ধূমপায়ী। বাবার বাড়ি ছেড়ে বেরিয়ে আসে বাঁচার শর্তে। উঠতি গায়ক। সে কিছু করতে চায় জীবনে, নিজের পরিচয় তৈরি করতে চায়। একদিন সে গান গেয়ে লক্ষ, লক্ষ মানুষের মন জয় করে নেবে এটাই তাঁর স্বপ্ন। গান বাঁধতে, সুর দিতে অসাধারণ কৃষ অন্যদিকে বাণী বত্রা অসাধারণ কবিতা লেখে। বাণীর একটা কঠিন অতীত রয়েছে। প্রেমে সে জঘন্যভাবে প্রতারিত। এহেন বাণী আর কৃষ ঘটনাচক্রে কাছাকাছি আসে। প্রেম হয় তাঁদের। এই প্রেম লাভ অ্যাট ফার্স্ট সাইট নয়। একটু একটু করে ভালবেসে ফেলা। এরপর আসে প্রেমের পথে বাধা। এই বাধা ঠিক সেইরকম বাধা নয়। এ এক অন্য ভিলেনের অনুপ্রবেশ। সেই লড়াইটা খুব সহজ নয়। এখানেই ছবির চমক এবং ট্যুইস্ট। কী হয় দেখতে হলে ‘সাইয়ারা’ মিস করা যাবে না।

দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে এখন ‘সাইয়ারা’ জ্বর। প্রেমে ব্যথা পেলেই নাকি সেই ভালবাসা পূর্ণতা পায়! আবার নিজের প্রেমকে জীবনে সফল হতে দেখলেও সেই ব্যথা বিলীনও হয়ে যায়। অহন পাণ্ডে ও অনিত পাড্ডার রোম্যান্টিক লাভস্টোরি দেখে চোখে জল দর্শকের। ‘সাইয়ারা’র অভিনেত্রী অনীত এখন ন্যাশনাল ক্রাশ হয়ে উঠেছেন। তাঁর সৌন্দর্য এবং অভিনয় দুটোই প্রশংসিত হচ্ছে। চাঙ্কি পান্ডের ভাইপো অহন পান্ডেকে দেখেও প্রেমে পড়ে গেছেন অনেকেই। অহনের স্ক্রিন প্রেজেন্স মারাত্মক। তাঁর অনাবৃত শরীরের আকর্ষণে ঘুম উড়েছে নেটপাড়ায়। অহন পান্ডে আর অনীত পাড্ডার অনস্ক্রিন কেমিস্ট্রি দেখে তাজ্জব নেটিজেনরা। নিষ্পাপ দুটি ছেলেমেয়ের গভীর প্রেমের দৃশ্যে যতই সেন্সর বোর্ডের কাঁচি চলুক না কেন যৌবনের তরতাজা প্রেম তো এমনটাই হয়, তাই না! বলিউডের ইতিহাসে নতুন অধ্যায় লিখেছে ‘সাইয়ারা’ আনকোরা নতুন কোনও জুটি নিয়ে তৈরি ছবি এত বড় সাফল্য এর আগে পায়নি, অন্তত গত ২০ বছরে! এই ছবি যতটা না বলার তার চেয়ে বেশি অনুভবের। নতুন জুটির অভিনয় দক্ষতা সম্পর্কে আলাদা করে বলার দরকার পড়ে না কারণ ওটাই তো আসল। এই ছবির প্রশংসায় শুভেচ্ছা জানিয়েছেন তারকারা। যেমন ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। ছবির প্রযোজক আদিত্য চোপড়া এবং অক্ষয় ওয়াধানি। অহন পান্ডে, অনিত পাড্ডা ছাড়াও রয়িছেন আলম খান, বরুণ ভদোলা, গীতা আগরওয়াল, রাজেশ কুমার প্রমুখ। রোম্যান্টিক মিউজিক্যাল ‘সাইয়ারা’র বেশিরভাগ গান গেয়েছেন বিশাল মিশ্র এবং সুর করেছেন তনিষ্ক বাগচী কিন্তু এই ছবিতে যাঁর গান নজর এবং মন দুই কেড়েছে তিনিও নবাগতই— সঙ্গীত শিল্পী ফাহিম আবদুল্লা। গানটির কম্পোজ করেছেন ফাহিম এবং তাঁর বহুবছরের সঙ্গী আরসালান নিজামি দুজনে।

Latest article