বদলে গিয়েছে রুচি। নানারকম অপরাধমূলক ঘটনা এবং তার সমাধান দেখে রোমাঞ্চ অনুভব করছেন বেশিরভাগ দর্শক। সেই কারণেই সিনেমা-ওয়েব সিরিজে চাহিদা বেড়েছে ক্রাইম থ্রিলারের। অনেকেই মনে করেন, এগুলো থেকে শিক্ষা নেওয়া যায়। জানা যায়, কোন ভুল করলে কী ফল হতে পারে। বাড়ে সচেতনতা।
সিনেমার বাজার এখন আর আগের মতো নেই। তাই দেশের প্রথম সারির তারকা এবং অভিনেতারা ঝুঁকছেন ওয়েব সিরিজের দিকে। কে কে মেনন বলিউডের অন্যতম সফল অভিনেতা। বেশ কয়েক বছর আগেই তিনি পা রেখেছেন ওয়েব সিরিজের দুনিয়ায়। কয়েক বছর আগে মুক্তি পেয়েছিল ‘স্পেশাল অপস’। সেই সময় দর্শকদের মধ্যে ভীষণ জনপ্রিয় হয়েছিল। সিরিজটির মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে।
সাইবার টেররিজম নিয়ে তৈরি এই সিরিজের দ্বিতীয় সিজন ‘স্পেশাল অপস সিজন ২’ (Special Ops Season 2) আসছে। এই সিজনের গল্পও এগিয়ে যাবে সাইবার অপরাধ নিয়েই। কে কে মেননকে দেখা যাবে দ্বিতীয় সিজনেও। সিরিজের ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই দিন গোনা শুরু করেছেন দর্শকেরা। ট্রেলারের শুরুতেই দেখানো হয়েছে দেশের একজন সফল বিজ্ঞানীর কিডন্যাপের ঘটনা। তাঁকে উদ্ধারের দায়িত্ব দেওয়া হয়েছে কে কে মেনন অভিনীত চরিত্র ‘র’ এজেন্ট হিম্মত সিংয়ের উপর। এখানে বলা হয়েছে— কৃত্রিম বুদ্ধিমত্তা খুব সুন্দর। সেই সঙ্গে ভয়ঙ্কর। অ্যাকশনে ভরপুর ট্রেলারটি দেখে বোঝা গিয়েছে, এই সিজনে আরও অনেক চমক অপেক্ষা করছে।
১১ জুলাই মুক্তি পাবার কথা ছিল সিরিজটি। মুক্তির দিন পিছিয়েছে। নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে কে কে মেনন জানিয়েছেন, ১১ জুলাইয়ের পরিবর্তে ১৮ জুলাই মুক্তি পাবে সিরিজের দ্বিতীয় সিজন। অর্থাৎ মুক্তির দিন এক সপ্তাহ পিছিয়েছে। তিনি আরও জানিয়েছেন, অনেক সিদ্ধান্ত আমাদের পরিস্থিতির উপর নির্ভর করে নিতে হয়। তাই এমন সিদ্ধান্ত। মাত্র একটা সপ্তাহের অপেক্ষা। তারপরেই আপনাদের সামনে আসবে আপনাদের পছন্দের সিরিজ। টানটান উত্তেজনা থাকবে এবং সব ক’টি পর্ব একসঙ্গে আসবে।
আগের সিজনেও হিম্মত সিংয়ের চরিত্রে অভিনয় করেছিলেন কে কে মেনন। নিজের চরিত্র সম্পর্কে তিনি বলেছেন, ‘হিম্মত সিং একজন অদম্য এবং মেধাবী অফিসার, যিনি এক নতুন ধরনের যুদ্ধের মুখোমুখি, যা ঐতিহ্যবাহী যুদ্ধক্ষেত্রে নয়, বরং ডিজিটাল জগতের ছায়ায় পরিচালিত। তিনি আরও জানিয়েছেন, ‘হিম্মত সিং প্রচলিত নায়ক নন। কোনওভাবেই গৌরবের ভাগীদার হতে চান না। তিনি দায়িত্ব পালন করতেই পছন্দ করেন। হুমকির মুখোমুখি হন। এবার হুমকিগুলো আরও নীরব। আরও মারাত্মক। একজন অভিনেতা হিসেবে এমন কোনও ভূমিকার মুখোমুখি হওয়া বিরল, যা আপনার নৈপুণ্য এবং চেতনাকে গভীরভাবে চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়। পরীক্ষা করে। আশা করি চরিত্রটি দর্শকদের ভাল লাগবে।’
বাংলার পাশাপাশি হিন্দি সিনেমা এবং সিরিজে ফাটিয়ে কাজ করছেন টোটা রায়চৌধুরী। করণ জোহর পরিচালিত ধর্মা প্রোডাকশনের ‘রকি ওউর রানি’ ছবিতে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন। এই সিরিজে তাঁকে বিশেষ ভূমিকায় দেখা যাবে। জানা গিয়েছে, তাঁর চরিত্রটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে টোটা লিখেছিলেন— আ ওয়েডনেসডে দেখার পর থেকেই উনি আমার আইডল। যখন ফোন করে বললেন স্পেশ্যাল অপস ২-এ কাস্ট করতে চান, চমকে গিয়েছিলাম। ধন্যবাদ নীরজ স্যার!
ফারুক আলি চরিত্রে অভিনয় করেছেন করণ টাক্কার। তিনিও নিজের উচ্ছ্বাস ভাগ করে নিয়েছেন। বলেছেন, ‘শৈশব থেকেই আমি স্পাই ওয়ার্ল্ডের ফ্যান। ফারুক যেন আমার অল্টার ইগো হয়ে উঠেছে।’
কে কে মেনন, টোটা রায়চৌধুরী, করণ টাক্কার ছাড়াও সিরিজে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন গৌতমী কাপুর, কামাক্ষী ভাট, প্রকাশ রাজ। দিলীপ তাহি, বিনয় পাঠক প্রমুখ।
ভারতের পাশাপাশি তুরস্ক, আজারবাইজান, জর্ডনে হয়েছে সিরিজের শ্যুটিং। পরিচালক নীরজ পাণ্ডে এই সিরিজের প্রথম সিজন মুক্তির পর যথেষ্ট প্রশংসা পেয়েছিলেন। দ্বিতীয় সিজন পরিচালনা করেছেন তিনিই। তাঁর ঝুলিতে রয়েছে ‘আ ওয়েডনেসডে’, ‘বেবি’, ‘স্পেশ্যাল ২৬’-এর মতো দুর্দান্ত কিছু ছবি। তিনি বলছেন, ‘এই সিরিজ তৈরির শুরু থেকেই আমরা চেয়েছি এমন একটা জগৎ গড়তে, যা থ্রিল, স্কেল আর ইমোশন— এই তিনটে স্তম্ভের ওপর দাঁড়িয়ে থাকবে। নতুন সিজনে আমরা সব লেভেলই আরও এক ধাপ বাড়িয়ে দিয়েছি।’
ফ্রাইডে স্টোরিটেলার্স প্রযোজিত বহু প্রতীক্ষিত দ্বিতীয় সিজনটি ডিজিটাল প্ল্যাটফর্ম জিও-হটস্টারে মুক্তি পাবে। জিও-হটস্টার-এর অন্যতম প্রধান অলোক জৈন বলেছেন— ‘স্পেশ্যাল অপস শুধুমাত্র একটা সিরিজ নয়, এটা একটা ফ্ল্যাগশিপ কনটেন্ট মাইলস্টোন। দ্বিতীয় সিজন আরও বড়, স্মার্ট আর ইমোশনালি ইনটেন্স হতে চলেছে।’
আরও পড়ুন- বিএসকে স্পর্শ করল নয়া নজির, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী