সুপ্রিম কোর্টের নির্দেশমতো নিট-ইউজির সংশোধিত ফলাফল প্রকাশ

সুপ্রিম কোর্টের নির্দেশের পর বৃহস্পতিবার ন্যাশনাল টেস্টিং এজেন্সি নিট ইউজি-র সংশোধিত ফলাফল প্রকাশ করেছে।

Must read

প্রতিবেদন: সুপ্রিম কোর্টের নির্দেশের পর বৃহস্পতিবার ন্যাশনাল টেস্টিং এজেন্সি নিট ইউজি-র সংশোধিত ফলাফল প্রকাশ করেছে। প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল দেখতে পারবেন। সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষার সংশোধিত ফল দেখা যাচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটে। চলতি মাসের ২৩ তারিখ দেশের শীর্ষ আদালত জানিয়েছিল, নতুন করে নিট পরীক্ষা আর নেওয়া হবে না।

আরও পড়ুন-এদেশ নিরাপদ নয়! ভারত ভ্রমণে নিষেধাজ্ঞা মার্কিন নাগরিকদের, বাইডেন প্রশাসনের নির্দেশিকায় মুখ পুড়ল দিল্লির

তারপরেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়ে দেন, সংশোধন করে দু’দিনের মাথায় নতুন স্কোরকার্ড বের করা হবে। সেই ফলাফলই প্রকাশ হল এদিন। তবে মেধাতালিকায় কী কী হেরফের হয়েছে, তা নিয়ে আপাতত নিটের আয়োজক সংস্থার তরফে কিছু জানানো হয়নি। নতুন করে রেজাল্ট বেরনোর ফলে যে ৪৪ জন পড়ুয়া ৭২০-তে ৭২০ মার্কস পেয়েছিলেন তাঁদেরও নম্বর কমেছে ৫ মার্কস করে। কারণ তাঁরাও প্রশ্ন নিয়ে বিভ্রান্তির জেরে গ্রেস মার্কস পেয়েছিলেন। এক্ষেত্রে নতুন মেধাতালিকাতেও পরিবর্তন হতে পারে। গত সোমবার নিট মামলা সংক্রান্ত শুনানিতে এক পরীক্ষার্থীর আইনজীবী এই প্রশ্নের বিষয়টি সামনে আনেন। তিনি জানান, নির্দিষ্ট ওই প্রশ্নের ২ নম্বর এবং ৪ নম্বর অপশন দুটোই ঠিক ছিল। তবে বিভ্রান্তি তৈরি হওয়ায় মামলাকারী ওই প্রশ্নের উত্তর দেয়নি। তবে পরে দেখা যায়, যারা ২ নম্বর অপশন বেছেছিলেন তাঁরা নম্বর পেয়েছেন।

Latest article