মুখ্যমন্ত্রীর জন্যই বৈপ্লবিক পরিবর্তন খেলাধুলােয় : ব্রাত্য

যুবভারতী স্টেডিয়াম, সাই স্টেডিয়াম, হাওড়া ডুমুরজলা এবং সাউথ ইস্টার্ন রেলওয়ে জিমন্যাশিয়াম স্টেডিয়ামে এই প্রতিযোগিতা চলবে।

Must read

প্রতিবেদন: মুখ্যমন্ত্রীর হাত ধরে খেলাধুলায় আমূল এবং বৈপ্লবিক পরিবর্তন ঘটেছে বাংলায়। সেই প্রমাণ মিলেছে বারংবার। কলকাতায় শুরু হয়েছে ৬৮ তম ন্যাশনাল স্কুল গেমস জিমন্যাস্টিক প্রতিযোগিতা। যুবভারতী স্টেডিয়াম, সাই স্টেডিয়াম, হাওড়া ডুমুরজলা এবং সাউথ ইস্টার্ন রেলওয়ে জিমন্যাশিয়াম স্টেডিয়ামে এই প্রতিযোগিতা চলবে। অনুষ্ঠানের উদ্বোধনে এদিন উপস্থিত ছিলেন, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, দমকলমন্ত্রী সুজিত বোস, বিধান নগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী। ব্রাত্য বসু বলেন, খেলাধুলার প্রতি মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা প্রশংসাযোগ্য। সন্তোষ ট্রফি জয়ের পর মুখ্যমন্ত্রীর দেওয়া সংবর্ধনা আমাদের অনুপ্রাণিত করে। এছাড়া তাঁদের চাকরিও দিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-কুম্ভ-দুর্ঘটনা নিয়ে সংসদে আলোচনা করতেই হবে, ফের সরব হলেন সুদীপ

মন্ত্রীর কথায়, ক্লাসরুমের গতানুগতিক পড়া এবং সিলেবাসের বাইরে গিয়েও খেলাধুলো অত্যন্ত প্রয়োজনীয়। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যেভাবে বিভিন্ন ধরনের খেলা অনুপ্রাণিত হচ্ছে আমাদের উচিত এই ধরনের খেলাগুলোকে আরও প্রচার ও প্রসার করা। মুখ্যমন্ত্রীর খেলার জন্য সবাইকে কীভাবে উৎসাহ দেন তা আমরা সকলেই জানি। শুধুমাত্র খেলাধুলার ক্ষেত্রে নয়, সংস্কৃতি পরিবেশ বিভিন্ন ক্ষেত্রে তিনি উৎসাহ দিয়েছেন এবং নতুন প্রতিবাদের খুঁজে খুঁজে বের করেছেন। তথ্য বলছে, ২০১১ স্টেট গেমসে প্রতিযোগী সংখ্যা ছিল ৫ হাজারের নিচে। এই মুহূর্তে সেই সংখ্যা বেড়ে হয়েছে ১৪ হাজারের বেশি। ন্যাশনাল গেমসের রাজ্য পদক তালিকায় দশ থেকে কুড়ির মধ্যে থাকতো। এখন সেই স্থান এগিয়ে এসে হয়েছে ১ থেকে ১০এর মধ্যে। অর্থাৎ সব মিলিয়ে এই সরকারের আমলে খোলনলচে বদলে গেছে খেলার জগৎও।

Latest article