মাওবাদীদের খোঁজ দিতে পারলে পুরস্কার ঘোষণা

Must read

ছত্তিশগড়ে দান্তেওয়াড়ায় (Dantewada attack) ভয়াবহ মাওবাদী হামলায় ১০ জন পুলিশ কর্মী-সহ ১১ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় জড়িতরা কেউ পার পাবে না বলে জানিয়ে দিয়েছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। ঘটনার তদন্ত শুরু করে আরনপুর বিস্ফোরণের মূলচক্রীর ছবি প্রকাশ্যে এনেছে রাজ্য পুলিশ। পাশাপাশি এই বিস্ফোরণের সঙ্গে জড়িত মাওবাদীদের খোঁজ দিতে পারলে নগদ পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছে বস্তার পুলিশ। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে মাওবাদী ক্যাডার জগদীশ দান্তেওয়াড়ায় (Dantewada attack) আইইডি বিস্ফোরণের মূলচক্রী। জগদীশের স্ত্রী হেমলাও মাওবাদী সংগঠনের সক্রিয় কর্মী। জগদীশের শ্বশুর বিনোদ হেমলা কাঙ্গের ঘাটি এরিয়া কমিটির দায়িত্বে আছেন। গোয়েন্দা সূত্রে খবর, প্রযুক্তিগত প্রমাণ-সহ জগদীশকে বিস্ফোরণস্থলের কাছেই দেখা গিয়েছিল। এই বিস্ফোরণের ষড়যন্ত্র যে জগদীশই করেছিল গোয়েন্দা বাহিনী তার প্রমাণও পেয়েছে।

আরও পড়ুন- মে মাসে আরও বাড়বে গরম, জানাল আইএমডি

Latest article