আরজি কর ঘুরে বৈঠক নয়া সিপি মনোজ ভার্মার

Must read

প্রতিবেদন : দায়িত্ব পেয়েই জোরকদমে কাজে নেমে পড়েছেন কলকাতার নতুন নগরপাল মনোজ ভার্মা (Manoj Verma)। একদিকে আরজি কর এবং অন্যদিকে উৎসবের মরশুম। তাই দায়িত্ব নিয়েই বুধবার গোয়েন্দা বিভাগ ও আইবিকে সতর্ক করে দেন তিনি। তারপর বৃহস্পতিবার সকালে তিনি হাজির হন আরজি কর হাসপাতালে। সেখানে গিয়ে হাসপাতালের নিরাপত্তাব্যবস্থা খুঁটিয়ে দেখেন। তারপরই গোটা পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেন অধ্যক্ষের সঙ্গে। বৈঠক শেষে হাসপাতাল থেকে সোজা টালা থানা। সেখানেও হয় একপ্রস্থ বৈঠক। তারপর যান সিঁথি ও কাশীপুর থানায়। প্রয়োজনীয় নির্দেশ দেন পুলিশকর্মীদের।
আরজি কর-এর ঘটনার প্রতিবাদে এখনও আন্দোলন করছেন জুনিয়র ডাক্তাররা। চলছে কর্মবিরতি। স্বাভাবিক নয় গোটা পরিস্থিতি। এর মধ্যেই কড়া নাড়ছে পুজো। পথে নেমে পড়েছে আম জনতা। এই পরিস্থিতিতে গোয়েন্দা ও আইবি-কে আরও সক্রিয় থাকার নির্দেশ দিয়েছেন নতুন নগরপাল। একই সঙ্গে আরও সজাগ এবং সতর্ক হতে হবে বলেও নির্দেশে জানানো হয়েছে। গোটা শহরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তৎপর তিনি। কত মামলার তদন্ত চলছে— নতুন পুলিশ কমিশনার তারও তালিকা চেয়েছেন।
বৃহস্পতিবার আরজি কর হাসপাতালে গিয়ে এদিন তিনি সিআইএসএফ জওয়ানদের সঙ্গে নিরাপত্তা খতিয়ে দেখেন। তারপর অধ্যক্ষের ঘরে তাঁর সঙ্গে বৈঠক করেন। হাসপাতালে বর্তমানে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। তারাই নিরাপত্তার দায়িত্ব সামলাচ্ছে। বৃহস্পতিবার সেই বাহিনীর জওয়ানদের নিয়ে হাসপাতাল পরিদর্শন করেন মনোজ ভার্মা। সুপ্রিম কোর্ট হাসপাতালের নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়েছে। আরও সিসি ক্যামেরা বসানোরও নির্দেশ দেওয়া হয়েছে। সে-সব বিষয়ই খতিয়ে দেখেন নগরপাল।

আরও পড়ুন- বৃহস্পতিবারও জল ছাড়ল ডিভিসি, দ্রুত এলাকা খালি করার নির্দেশ

Latest article