আর জি করে (R G Kar Case) তরুণী চিকিৎসক ধর্ষণ-খুনের ঘটনা বিরলতম নয়। সোমবার জানিয়েছেন শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস। এরপরই নির্যাতিতার বাবা-মা প্রশ্ন তুলেছেন কেন এটি বিরলের মধ্যে বিরলতম ঘটনা নয়? যখন ঘটনাটি ঘটে তখন আমার মেয়ে তো হাসপাতালে কর্মরত ছিল। তা হলেই কেন বিরলতম নয়?
সোমবার দুপুর ২টো ৪৫ মিনিটে বিচারক অনির্বাণ দাস ২১০ নম্বর কোর্টরুমে সঞ্জয় রাইয়ের সাজা ঘোষণা করেন। বিচারক বলেন, ঘটনাটি (R G Kar Case) আমার কাছে বিরলতম মনে হয়নি। সমস্ত সাক্ষ্য-প্রমাণ দেখেই আদালত এই সিদ্ধান্ত নিয়েছে। আদালতে সিবিআইয়ের আইনজীবী তার সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
আরও পড়ুন-নরপিশাচদের চরমতম সাজা চেয়েছিলাম: সঞ্জয়ের আমৃত্যু কারাবাসে অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী
এই রায়ের পরই নির্যাতিতার বাবা বলেন, ক্ষতিপূরণ চাই না। মেয়ের ন্যায় বিচার চাই। তাঁর উদ্দেশে বিচারক বলেন, আমি জানি আপনারা ক্ষতিপূরণ চান না। আপনারা মনে করবেন না টাকা দিয়ে ক্ষতিপূরণের চেষ্টা করা হচ্ছে। তবে আইনের বিধান অনুযায়ী এই ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছি। এরপর এই টাকা নিয়ে কী করবেন, তা সম্পূর্ণভাবেই আপনাদের বিষয়।
আর জি কর ধর্ষণ-খুনের ঘটনায় সঞ্জয় রাইকে ভারতীয় ন্যায় সংহিতার ৬৪ (ধর্ষণ), ৬৬ (ধর্ষণের জন্য মৃত্যু), ১০৩ (১) (খুন) ধারায় দোষী সাব্যস্ত করেছিল শিয়ালদহ আদালত।