আরজি কর মামলা আজ

এই শুনানির আগেই সিবিআইকে তাদের তদন্ত নিয়ে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে৷ একইসঙ্গে হলফনামা দেবে রাজ্য সরকারও৷

Must read

প্রতিবেদন : আজ, বুধবার সুপ্রিম কোর্টে (Supreme court) হবে আরজি কর মামলার শুনানি। মঙ্গলবার এই মামলার শুনানির কথা থাকলেও প্রধান বিচারপতি-সহ অন্যান্য বিচারপতিদের ব্যস্ততার কারণে তা বাতিল হয়ে যায়। বুধবার সকালে প্রধান বিচারপতির এজলাসে প্রথম আইটেম হিসেবে আরজি কর মামলার শুনানি করা হবে, নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় নিজেই৷

আরও পড়ুন-ছন্দে থাকা বার্সেলোনার সামনে আজ বেলগ্রেড, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

উল্লেখ্য, মঙ্গলবার সকাল থেকেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে চলছিল একাধিক গুরুত্বপূর্ণ মামলার শুনানি৷ নিজের কর্মজীবনের শেষ সপ্তাহে দাঁড়িয়ে প্রধান বিচারপতি এদিন কয়েকটি গুরুত্বপূর্ণ রায়দানও করেছেন৷ এর মধ্যে একটি হল উত্তরপ্রদেশের মাদ্রাসা আইনকে বৈধতা প্রদান৷ অবসরপ্রাপ্ত বিচারক ও বিচারপতিদের বেতন ও পেনশন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানিও হয় তাঁরই তত্ত্বাবধানে৷ আদালতের সময় শেষ হওয়ার আধ ঘণ্টা আগে দুপুর সাড়ে তিনটে নাগাদ সলিসিটর জেনারেল তুষার মেহতার কাছে প্রধান বিচারপতি জানতে চান এদিন আরজি কর মামলার শুনানি নির্ধারিত আছে কি না৷ সলিসিটর জেনারেল জানান এদিনের মামলার ক্রমাঙ্ক অনুযায়ী ২১ নম্বর আইটেম আরজি কর৷ এর পরেই সলিসিটর জেনারেল তুষার মেহতাকে প্রধান বিচারপতি বলেন, সব বিচারপতির সঙ্গে তিনি নিজে রাষ্ট্রপতি ভবনের একটি অনুষ্ঠানে যাবেন, সেই কারণে আরজি কর মামলার শুনানির জন্য অতিরিক্ত সময় বরাদ্দ করা এদিন সম্ভব নয়৷ এরপরে সলিসিটর জেনারেল তাঁকে অনুরোধ করেন বুধবার মামলার শুনানি করার জন্য৷ এই অনুরোধের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জানান, বুধবার তাঁরই এজলাসে প্রথম আইটেম হিসেবে আরজি কর মামলার শুনানি করা হবে৷ এই শুনানির আগেই সিবিআইকে তাদের তদন্ত নিয়ে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে৷ একইসঙ্গে হলফনামা দেবে রাজ্য সরকারও৷

Latest article