২৬ বলে হাফ সেঞ্চুরি দ্রুততম ভারতীয়ের শিরোপা বঙ্গতনয়ার

মাত্র ২৬ বলে হাফ সেঞ্চুরি করলেন রিচা ঘোষ। যা ভারতীয় মহিলা ক্রিকেটের ইতিহাসে একদিনের ম্যাচে দ্রুততম হাফ সেঞ্চুরির নতুন রেকর্ড।

Must read

কুইন্সটাউন, ২২ ফেব্রুয়ারি : মাত্র ২৬ বলে হাফ সেঞ্চুরি করলেন রিচা ঘোষ। যা ভারতীয় মহিলা ক্রিকেটের ইতিহাসে একদিনের ম্যাচে দ্রুততম হাফ সেঞ্চুরির নতুন রেকর্ড। শিলিগুড়ির এই তরুণী ভারতীয় দলে নিজের জায়গা আগেই গড়ে নিয়েছিলেন। এই সিরিজে প্রথম থেকেই ভাল ব্যাট করেছেন। তবে রিচার ঝোড়ো ব্যাটিং সত্ত্বেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ ওয়ান ডে ম্যাচেও ৬৩ রানে হেরে গেলেন ভারতীয় মেয়েরা। ফলে পাঁচ ম্যাচের সিরিজে ৪-০ ব্যবধানে এগিয়ে রইল নিউজিল্যান্ড।

আরও পড়ুন-কোর্টে ফিরেই জয় পেলেন জকোভিচ

বৃষ্টির জন্য অনেকটা সময় নষ্ট হয়েছিল। তাই ম্যাচ কুড়ি ওভারের করা হয়েছিল। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৫ উইকেটে ১৯১ রান তুলেছিল নিউজিল্যান্ড। জবাবে ১৭.৫ ওভারে মাত্র ১২৮ রানেই গুটিয়ে যায় ভারতের ইনিংস। কিউয়িদের জয়ে ব্যাট হাতে বড় ভূমিকা পালন করেন অ্যামেলিয়া কের। তিনি মাত্র ৩৩ বলে ঝোড়ো ৬৮ রানের ইনিংস খেলেন।
রান তাড়া করতে নেমে শুরু থেকেই ধারাবাহিকভাবে উইকেট হারিয়েছে ভারত। শেফালি ভার্মা (০), স্মৃতি মান্ধানা (১৩), স্বস্তিকা ভাটিয়া (০), পূজা বাস্তুকার (৪) ব্যর্থ। একমাত্র লড়াই করেন রিচা। তিনি শেষ পর্যন্ত ২৯ বলে ৪টি চার ও ৪টি ছয়ের সাহায্যে ৫২ রান করে আউট হন। এছাড়া উল্লেখযোগ্য ক্যাপ্টেন মিতালি রাজের ২৮ বলে ৩০ রান।

Latest article