প্রতিবেদন : তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন দেশের নিরাপত্তার প্রশ্নে সবসময় কেন্দ্রের পাশে থাকবে তৃণমূল। সেইমতোই কেন্দ্রীয় মন্ত্রীর ফোন পেয়ে সদ্য ভারতীয় প্রতিনিধি দলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠানোর সিদ্ধান্ত নিলেন তিনি। এর আগে মাদার পার্টিকে না জানিয়েই প্রতিনিধি বেছেছিল কেন্দ্র। সেই ভুল শুধরে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। তার পরই মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর দলের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম পাঠান। উল্লেখ্য, পাকিস্তান-বিরোধী প্রচারে ৩২টি দেশে যাওয়ার জন্য প্রতিনিধি দল নিজেদের মনমতো সাংসদদের বেছে নিয়েছিল কেন্দ্র।
আরও পড়ুন-তৃণমূলের প্রতিনিধি দল যাবে কাশ্মীরে
সেই তালিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অসন্তোষ প্রকাশ করেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। মাদার পার্টির কাছে প্রতিনিধি দলে নাম পাঠানোর বিষয়ে কেন্দ্র কিছু না জানিয়েই ঘোষণা করে ইউসুফ পাঠানের নাম। তৃণমূল নেত্রী স্পষ্ট জানান, কেন্দ্র নিজে থেকে সদস্যের নাম নির্ধারণ করতে পারে না। এটি তাঁরা অনুমোদন করছেন না। যদি তারা দলের কাছে নাম চেয়ে পাঠায়, তবে মাদার পার্টি প্রথা অনুসারে সিদ্ধান্ত নেবে। অভিষেকও জানান, কেন্দ্র এখন যদি পাঁচজনের নাম চায় আমরা এক ঘণ্টার মধ্যে দিয়ে দেব। কিন্তু সেটা ঠিক করবে তৃণমূলই। কেন্দ্র নয়। এই পরিস্থিতিতে বিষয়টির গুরুত্ব বুঝে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন কিরেন রিজিজু। সেখানেই দলনেত্রী প্রতিনিধি দলে অভিষেকের নাম জানান। এর পরেই এই খবর জানিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়।
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…
সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…
ব্যুরো রিপোর্ট: শুনানির নামে হয়রানির প্রতিবাদে রাজ্যজুড়ে গর্জে উঠেছে তৃণমূল (ECI_TMC)। সোমবার মালদহ, কোচবিহার, রায়গঞ্জে…