সংবাদদাতা, আসানসোল : একেবারে নিখুঁত, নির্ভুল ঝকঝকে খাতা। নম্বর একশোয় ১০০। রেলশহর চিত্তরঞ্জনের রিমঝিম গড়াইয়ের। এমন নম্বর অনেকেই পায়, কিন্তু রিমঝিমের দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার পদার্থবিজ্ঞানে ১০০ নম্বর পাওয়া উত্তরপত্রটি এতটাই সুলিখিত ও সুললিত যে সেটিকে দিল্লির খ্যাতনামা বই প্রকাশনা সংস্থা ‘অসওয়াল’ তাদের পদার্থ বিজ্ঞানের নতুন সংস্করণের বইয়ে শীর্ষ স্থানাধিকারীর কপি হিসাবে স্থান দিতে চলেছে।
আরও পড়ুন-মঙ্গলাহাটের দিন বদল, আপত্তি নেই ব্যবসায়ীদের
খাতাটি তারা হুবহু প্রকাশ করবে। শুধু চিত্তরঞ্জন বা পশ্চিম বর্ধমানের নয়, সমগ্র বাংলা এই বিরল সম্মানে গর্বিত। এবছর সর্বভারতীয় মেডিক্যাল এবং ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষায় দুর্দান্ত ফল করেছে রিমঝিম। বাবা চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসের কর্মী অমল গড়াই। রিমঝিম ডাক্তারিশাস্ত্র নিয়ে এইমস থেকে পড়াশোনা করবে। আসানসোলের নারায়ণ স্কুল থেকে ৯৮.২% নম্বর নিয়ে সিবিএসই বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছে। প্রাপ্ত নম্বর ফিজিক্সে ১০০, ইংরেজিতে ৯৯, বায়োলজিতে ৯৮, গণিতে ৯৮, রসায়নে ৯৬; সব মিলিয়ে ৫০০-র মধ্যে ৪৯১।