মুম্বই, ১৯ মে : কয়েক বছর ধরেই তিনি কেকেআর সদস্য। কিন্তু সুযোগ পেতেন না। তাই রিঙ্কু সিংয়ের শরীরে ‘ক্রিকেট পর্যটক’ এই তকমা এঁটে বসেছিল। অথচ এবারের আইপিএলে সেই রিঙ্কু-ই নাইটদের বড় প্রাপ্তি। লখনউয়ের বিরুদ্ধে বিস্ফোকর ইনিংস খেলেও অল্পের জন্য কেকেআরকে জেতাতে পারেননি রিঙ্কু। তবে সবার মন জয় করেছেন।
আরও পড়ুন-শেষ আটে সিন্ধু, সরলেন শ্রীকান্ত
রিঙ্কু অবশ্য কলকাতা ফ্র্যাঞ্চাইজির কাছে কৃতজ্ঞ, কঠিন সময়ে তাঁর পাশে থাকার জন্য। পাঁচ বছরের ক্রিকেট কেরিয়ারে অনেক বাঁধার মুখে পড়তে হয়েছে তাঁকে। ২০১৯ সালে আবু ধাবিতে একটি টি-২০ টুর্নামেন্ট খেলতে যাওয়ার জন্য রিঙ্কুকে তিন মাসের জন্য নির্বাসিত করেছিল বিসিসিআই। তার উপরে গত বছরের হাঁটুর চোট। বেশ কয়েক মাস মাঠের বাইরে কাটাতে হয়েছিল তাঁকে। কেকেআরের ওয়েবসাইটে রিঙ্কু সেই কঠিন সময়ের স্মৃতিচারণ করেছেন, ‘‘বিজয় হাজারে ট্রফিতে হাঁটুতে চোট পাই। সবাই বলেছিল অস্ত্রোপচার করাতে হবে। তারজন্য সাত মাস মাঠের বাইরে থাকতে হবে। এই খবর বাবা তো ২-৩ দিনে মুখে কোনও খাবারই তোলেননি। কারণ আমি পরিবারের একমাত্র রোজগেরে।’’ রিঙ্কু জানাচ্ছেন, তাঁর অস্ত্রোপচার, চিকিৎসার যাবতীয় খরচ বহন করেছিল কেকেআর ফ্র্যাঞ্চাইজি। শুধু তাই নয়, এবারের নিলামে ফের ৫৫ লক্ষ টাকা দিয়ে তাঁকে কিনেছিল কেকেআর।