সংবাদদাতা, বর্ধমান : বর্ধমান মেডিক্যালের (Burdwan Medical Hostel) সোশ্যালে কলেজ হস্টেল থেকে মদ বিক্রির অভিযোগ ঘিরে সোমবার দুপুরে ব্যাপক উত্তেজনা দেখা দিল কলেজ চত্বরে। দুই ছাত্র গোষ্ঠীর স্লোগান-পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে মেডিক্যাল কলেজ চত্বর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ। এদিন কলেজে টিচার্স কাউন্সিলের মিটিং ছিল। হাউসস্টাফ শুভ্রনীল ঘোষের অভিযোগ, বার্ষিক অনুষ্ঠান স্পন্দন-এ ৭ নং বয়েজ হস্টেল (Burdwan Medical Hostel) থেকে অবৈধভাবে মদ বিক্রি হয়েছিল। প্রিন্সিপালের কাছে অভিযোগ জমা দিই। সেই অভিযোগের প্রেক্ষিতেই এদিন কলেজে বৈঠক হচ্ছে। ফলাফল জানতেই শান্তিপূর্ণভাবে অপেক্ষা করছিলাম। আমাদের বের করে দেওয়ার চেষ্টা হয়। তার প্রতিবাদে ধরনায় বসেছি। তাঁদের দাবি, হস্টেলে মদ বিক্রিতে যুক্তরাই একসময় আরজি কর নিয়ে প্রতিবাদ জানিয়ে কলেজ ক্যাম্পাসে নিরাপত্তার দাবি জানায়। তারাই হস্টেলে মদ বিক্রি করছে। অধ্যক্ষা মৌসুমী বন্দোপাধ্যায় জানান, টিচার্স কাউন্সিলের বৈঠকে আলোচনা হলেও সমাধান সূত্র না মেলায় স্বাস্থ্যভবনে অভিযোগ পাঠানো হবে।
আরও পড়ুন-নয় দিনের সবেতন ছুটি কাটিয়ে দিওয়ালিতে ২ কেজি ওজন বাড়িয়ে অফিস ফেরার আদেশ সিইওর